TRENDING:

অসমে চা-বাগানের কর্মীদের সঙ্গে ঝুমুর নাচে প্রিয়াঙ্কা, ভাইরাল ভিডিও

Last Updated:

চা-বাগানের উপজাতি মহিলা-কর্মীদের সঙ্গে ঝুমুর গানের তালে পা মেলালেন প্রিয়াঙ্কা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: সামনেই অসমের বিধানসভা নির্বাচন। সন্দেহ নেই, মূলত সেই দিকটিতে লক্ষ্য রেখেই ২ দিনের রাজ্যসফরে পৌঁছে গিয়েছেন উত্তরপ্রদেশের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির ইন-চার্জ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)। সোমবার তিনি পা রেখেছেন লোকপ্রিয় গোপীনাথ বরদলই এয়ারপোর্টে (Lokpriyo Gopinath Bordoloi Airport)। সেখানে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের কংগ্রেসের পার্টি ইন-চার্জ জিতেন্দ্র সিং (Jitendra Singh) এবং অসমের ইউনিট চিফ রিপুন বোরা (Ripun Bora)। তার পর থেকেই রাজ্যের একাধিক জায়গায় সফর জারি নেত্রীর। ঘুরে দেখেছেন চা-বাগানও।
advertisement

https://twitter.com/INCIndia/status/1366300926663925760?s=20

আর সেখানেই চা-বাগানের উপজাতি মহিলা-কর্মীদের সঙ্গে ঝুমুর গানের তালে পা মেলালেন প্রিয়াঙ্কা। যে ভিডিও সম্প্রতি শেয়ার করা হয়েছে কংগ্রেসের নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। দেখা যাচ্ছে,  প্রিয়াঙ্কার গলায় অসমের বস্ত্রশিল্পের ধ্রুপদী স্মারক লাল-সাদা গামোসা, তিনি সাবলীল ভাবে মেয়েদের হাত ধরে ঘুরে ঘুরে নেচে চলেছেন। কানে আসছে ধামসা-মাদলের রবও। সাধারণত এই ঝুমুর নাচের আয়োজন করা হয়ে থাকে শরৎকালে। কিন্তু এই নাচের বসন্তের অকালবোধনই বুঝিয়ে দিচ্ছে যে রাজ্যে নিজেদের জমি শক্ত করতে চায় কংগ্রেস।

advertisement

https://twitter.com/pramodkrish536/status/1366340237253693444?s=20

https://twitter.com/akhilkaushik01/status/1366303081999208448?s=20

https://twitter.com/GokaranStudio/status/1366301435986538498?s=20

https://twitter.com/INCIndia/status/1366300926663925760?s=20

সোশ্যাল মিডিয়া ইউজাররাও যেন সেই নাচ আর মাদলের তালে মেতেছেন। তাঁদের কেউ লাভ ইমোজি দিয়ে ভিডিওটিতে রিয়্যাক্ট করেছেন, কেউ বা আবার প্রিয়াঙ্কাকে বর্তমান সময়ের ঝাঁসির রানি বলে তুলনা টেনেছেন। অনেকে এটাও স্পষ্টাস্পষ্টি বলতে ছাড়েননি যে এই সব পদক্ষেপ আদতে ভোটের রাজনীতি ছাড়া আর কিছুই নয়। কিন্তু তার পরেও ঠাকুমার মতো প্রিয়দর্শিনী প্রিয়াঙ্কার আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারছেন না কেউই, সেখানে সবাই মন্ত্রমুগ্ধ!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর আগে গুয়াহাটিতে পৌঁছে প্রিয়াঙ্কা সোজা চলে গিয়েছিলেন নীলপর্বতে দেবী কামাখ্যার মন্দিরে পুজো দিতে। পুজো দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন যে দেবীর কাছে নিজের পরিবার এবং দেশবাসীর মঙ্গলকামনা করেছেন তিনি। সেই সংক্রান্ত একটি পোস্টও করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় দেবীর ধ্যানমন্ত্র উদ্ধৃত করে। কথা আছে, এর পরে কংগ্রেসের এই জনপ্রিয় নেত্রী ঘুরে আসবেন তেজপুরের মহাভৈরব মন্দির থেকেও। আশা করাই যায় যে সফরের মাঝে প্রিয়াঙ্কা অসমবাসীর মনজয়ে পরবর্তী পদক্ষেপ কী করলেন, তারও ঝলক সামনে আসবে!

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
অসমে চা-বাগানের কর্মীদের সঙ্গে ঝুমুর নাচে প্রিয়াঙ্কা, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল