https://twitter.com/INCIndia/status/1366300926663925760?s=20
আর সেখানেই চা-বাগানের উপজাতি মহিলা-কর্মীদের সঙ্গে ঝুমুর গানের তালে পা মেলালেন প্রিয়াঙ্কা। যে ভিডিও সম্প্রতি শেয়ার করা হয়েছে কংগ্রেসের নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কার গলায় অসমের বস্ত্রশিল্পের ধ্রুপদী স্মারক লাল-সাদা গামোসা, তিনি সাবলীল ভাবে মেয়েদের হাত ধরে ঘুরে ঘুরে নেচে চলেছেন। কানে আসছে ধামসা-মাদলের রবও। সাধারণত এই ঝুমুর নাচের আয়োজন করা হয়ে থাকে শরৎকালে। কিন্তু এই নাচের বসন্তের অকালবোধনই বুঝিয়ে দিচ্ছে যে রাজ্যে নিজেদের জমি শক্ত করতে চায় কংগ্রেস।
advertisement
https://twitter.com/pramodkrish536/status/1366340237253693444?s=20
https://twitter.com/akhilkaushik01/status/1366303081999208448?s=20
https://twitter.com/GokaranStudio/status/1366301435986538498?s=20
https://twitter.com/INCIndia/status/1366300926663925760?s=20
সোশ্যাল মিডিয়া ইউজাররাও যেন সেই নাচ আর মাদলের তালে মেতেছেন। তাঁদের কেউ লাভ ইমোজি দিয়ে ভিডিওটিতে রিয়্যাক্ট করেছেন, কেউ বা আবার প্রিয়াঙ্কাকে বর্তমান সময়ের ঝাঁসির রানি বলে তুলনা টেনেছেন। অনেকে এটাও স্পষ্টাস্পষ্টি বলতে ছাড়েননি যে এই সব পদক্ষেপ আদতে ভোটের রাজনীতি ছাড়া আর কিছুই নয়। কিন্তু তার পরেও ঠাকুমার মতো প্রিয়দর্শিনী প্রিয়াঙ্কার আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারছেন না কেউই, সেখানে সবাই মন্ত্রমুগ্ধ!
এর আগে গুয়াহাটিতে পৌঁছে প্রিয়াঙ্কা সোজা চলে গিয়েছিলেন নীলপর্বতে দেবী কামাখ্যার মন্দিরে পুজো দিতে। পুজো দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন যে দেবীর কাছে নিজের পরিবার এবং দেশবাসীর মঙ্গলকামনা করেছেন তিনি। সেই সংক্রান্ত একটি পোস্টও করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় দেবীর ধ্যানমন্ত্র উদ্ধৃত করে। কথা আছে, এর পরে কংগ্রেসের এই জনপ্রিয় নেত্রী ঘুরে আসবেন তেজপুরের মহাভৈরব মন্দির থেকেও। আশা করাই যায় যে সফরের মাঝে প্রিয়াঙ্কা অসমবাসীর মনজয়ে পরবর্তী পদক্ষেপ কী করলেন, তারও ঝলক সামনে আসবে!