রাজনীতির রাঘব-বোয়ালদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রিয়ঙ্কা নামলেন গঙ্গায়। এদিন ভাদোই ঘাটে নেমে সীতামারহি মন্দিরে পুজো দেন প্রিয়ঙ্কা।
এরপর স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। আর তারপরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি।
আরও পড়ুন মারোয়াড়ি সম্প্রদায়ের অনুষ্ঠানে গিয়ে গেরুয়া শিবিরেরকে চ্যালেঞ্জ মমতার
গঙ্গার পাড় ধরে শুধু মন্দিরই নয়, বেছে নিলেন মাজারও। মির্জাপুরে গেলেন মৌলনা চিস্তির মাজারে। বুঝিয়ে দিলেন, গত বারের নির্বাচনের ঘাটতি পূরণ করতে এক চুল জমি ছাড়বেন না। দলের একাংশ তাঁর মধ্যে ঠাকুমার ছায়া দেখতে পান। আর সেই ক্যারিশমাকেই হাতিয়ার করে এগোচ্ছেন তিনি। যেখানেই যাচ্ছেন, তাঁকে ঘিরে উচ্ছ্বাস নেহাত কম নয়।
advertisement
মির্জাপুরের বিন্ধবাসিনী মন্দিরেও পুজো দিতে ঢুকলেন তিনি। আর মন্দিরে যখন পুজো দিতে ব্যস্ত তিনি, বাইরে তখন মোদির নামে স্লোগান দিতে ব্যস্ত একাংশ।
কংগ্রেসের একাংশ অবশ্য একে গুরুত্ব দিতে নারাজ। এরই মধ্যে ভটোলি ঘাট, চন্দ্রিকা ঘাট সহ একাধিক ঘাটে ৷ বারাণসীর উদ্দেশে রওনা হয়ে বারাণসীর সাংসদ মোদিকে এ দিন নিশানা করেন প্রিয়ঙ্কা। তাঁর সভাতেও রব ওঠে চৌকিদার চোর হ্যায়। হোলির আগের দিন গঙ্গাযাত্রা শেষ করবেন প্রিয়ঙ্কা গান্ধি। মোদির উপর চাপ বাড়াতে বারাণসীতে থাকছে প্রিয়ঙ্কার ‘হোলি মিলন’ কর্মসূচি। একাধিক মন্দিরেও তাঁর যাওয়ার কথা।