২০ জন সেনা জওয়ান সীমান্তে চিনের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। তারপর সারা দেশ জুড়েই চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে। কিন্তু তার মধ্যেই মেট্রোর বরাত পেয়েছে সে দেশের সংস্থা। সেই বরাতের পরিমাণ প্রায় ১১২৬ কোটি টাকা। আর সেই নিয়েই হিন্দিতে ট্যুইট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমাদের ২০ জন জওয়ানের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে সরকারের উচিত চিনকে কড়া বার্তা দেওয়া। কিন্তু সরকার তার বদলে চিনের সামনে নিজের মাথা নুইয়ে রেখেছে। দিল্লি মেরঠ মেট্রোর বরাত দেওয়া হয়েছএ চিনের সংস্থাকে। কিন্তু ভারতীয় অনেক সংস্থাই এই কাজ করতে সক্ষম।’
advertisement
এরপরেই একটি মিডিয়া রিপোর্ট শেয়ার করেছেন প্রিয়াঙ্কা, যেখানে দেখা যাচ্ছে, ১১২৬ কোটি টাকার বরাত দেওয়া হয়েছে চিনা সংস্থাকে। চিন ভারত স্ট্যান্ড অফের মধ্যে স্বাভাবিকভাবে এই ঘটনা উত্তেজনা তৈরি করেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 18, 2020 3:59 PM IST