advertisement
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদরা এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে টুইট করে লিখেছেন, সত্যিই কি ভুল করে বিজ্ঞপ্তি জারি হয়েছিল! নাকি ভোট আছে, সেটা হঠাৎ করে মনে পড়ে গেল! এদিন একই ইস্যুতে তৃণমূলের ডেরেক ও'ব্রায়েন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে খোঁচা দেন। তিনি বলেন, নির্বাচনী প্রচারে একের পর এক মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষকে এপ্রিল ফুল বানানো এবং ট্রাক থেকে পাথর ছোড়ার দিকেই বেশি মন দিয়ে ফেলেছে কেন্দ্র। তাই এমন সব ভুল হচ্ছে। ওদিকে আবার কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে কটাক্ষ করার সুযোগ ছাড়েননি। তিনি আবার এক ধাপ এগিয়ে লিখেছেন, ম্যাডাম, আপনি কি সার্কাস চালাচ্ছেন নাকি সরকার! আপনি জানেন এই ধরনের একটা ছোট্ট ভুলের জন্য কয়েক কোটি মানুষের কত ক্ষতি হতে পারে! আপনার তো আর অর্থমন্ত্রী থাকার কোনও অধিকারই নেই।