TRENDING:

রবার্ট ভঢরার করোনা, আইসোলেশনে প্রিয়াঙ্কা! ভোট প্রচারে ধাক্কা খেল কংগ্রেস

Last Updated:

আজ শুক্রবার ভোট প্রচারে অসম, শনিবার তামিলনাড়ু এবং রবিবার কেরলে যাওয়ার কথা ছিল প্রিয়াঙ্কার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের মধ্যেই ভোট প্রচারে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস৷ স্বামী রবার্ট ভঢরা করোনা আক্রান্ত হওয়ায় নিভৃতবাসে চলে গেলেন প্রিয়াঙ্কা গাঁধি ভঢরা৷ যার ফলে প্রচারের জন্য তামিলনাড়ু, কেরল এবং অসম সফরও বাতিল করেছেন তিনি৷ প্রিয়াঙ্কা অবশ্য জানিয়েছেন, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভই এসেছে৷ কিন্তু চিকিৎসকদের পরামর্শেই তিনি আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন৷
advertisement

এ দিন একটি ভিডিও বার্তায় নিজেই এ খবর জানিয়েছেন কংগ্রেস নেত্রী৷ আজ শুক্রবার ভোট প্রচারে অসম, শনিবার তামিলনাড়ু এবং রবিবার কেরলে যাওয়ার কথা ছিল প্রিয়াঙ্কার৷ এই তিন রাজ্যেই বিধানসভা নির্বাচনেরর জন্য নিয়মিত প্রচার করছিলেন প্রিয়াঙ্কা গাঁধি৷ যদিও পশ্চিমবঙ্গে প্রচারে আসেননি তিনি৷

ভিডিও বার্তায় প্রিয়াঙ্কা বলেছেন, 'প্রচারে যেতে না পারায় আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি৷ যে সমস্ত প্রার্থীদের হয়ে আমার প্রচার করার কথা ছিল, তাঁদের প্রত্যেককে আমি নির্বাচনের জন্য শুভকামনা জানাচ্ছি৷ আমি আশা করি আপনারা সবাই ভাল ফল করবেন এবং কংগ্রেস জিতবে৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ফেসবুক পোস্টে রবার্ট ভঢরাও নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন৷ তবে তিনি জানিয়েছেন, প্রিয়াঙ্কার মতোই তাঁদের সন্তান সহ পরিবারের বাকি প্রত্যেকের করোনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
রবার্ট ভঢরার করোনা, আইসোলেশনে প্রিয়াঙ্কা! ভোট প্রচারে ধাক্কা খেল কংগ্রেস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল