কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে খবর, ইতিমধ্যে বন্দে ভারত মিশনের তিনটি পর্যায়ে প্রায় ছ'শোটি উড়ান চলেছে, যাতে এক লক্ষেরও বেশি আটকে থাকা ভারতীয়কে বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, ভারত যে ভাবে বন্দে ভারত মিশন শুরু করেছে, সেভাবে অন্যান্য দেশও তাদের আটকে থাকা নাগরিকদের বিভিন্ন চার্টার্ড ফ্লাইটে ফেরানোর ব্যবস্থা করেছে। ওই সব চার্টার্ড ফ্লাইটেও এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ ৪৩ হাজার ভারতীয় দেশে ফেরত এসেছেন।
advertisement
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের এক কর্তা বলেন, ‘এখনও পর্যন্ত আমেরিকা এবং কানাডায় বহু ভারতীয় দেশে ফিরতে চেয়ে আবেদন করেছেন। তাঁদের ফেরানোর জন্যও কী ভাবে বাড়তি উড়ানের ব্যবস্থা করা যায়, তা নিয়েও ভাবনাচিন্তা চলছে।’
এ ছাড়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের ফেরাতেও বিদেশি বিমান সংস্থার সাহায্যে বিশেষ ফ্লাইট চালানোর চেষ্টাও চলছে বলে জানান ওই অফিসার।
SHALINI DATTA