TRENDING:

জেলেও ওয়ার্ক আউট চালিয়ে যেতেন সলমন খান

Last Updated:

জেলেও ওয়র্ক আউট চালিয়ে যান সলমন খান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#যোধপুর, রাজস্থান:
advertisement

জামিন পেলেন সলমন খান। ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বৃহষ্পতিবার সলমন খানকে দোষী সাব্যস্ত করে আদালত। পাঁচ বছর জেলের সাজা শোনান বিচারক। সাজা ঘোষণার পরই যোধপুর সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয় সল্লু মিঞাকে। জেল সূত্রে খবর, শাস্তি শোনার পর থেকে এক কাপ চাও মুখে তোলেননি সলমন। ফিরিয়ে দেন রাতে খাবারও। রক্তচাপ বেড়ে গেলে ওষুধও খেতে হয় তাঁকে।

advertisement

আরও পড়ুন-সলমনের জামিনের আবেদনের শুনানির আগেই মধ্যরাতে বদলি বিচারক

কিন্তু এতকিছুর মধ্যেও, রোজকার ওয়র্কআউট করা থেকে বিরত থাকতেন  না সলমন। জেলের এক আধিকারিক, বিক্রম সিং জানান, শুক্রবার সকালে জেলের সাইরেন শুনে একবার সাড়ে ছ'টায় ঘুম ভেঙে যায় সলমনের। তারপর তিনি ফের ঘুমিয়ে পড়েন। ওঠেন ৮.৩০-এ। ব্রেকফাস্টে দেওয়া দালিয়ার খিচুড়ি খাননি তিনি, জেলের ক্যান্টিন থেকে দুধ-পাঁউরুটি কিনে খেয়েছেন। তারপর টানা ৩ ঘন্টা ক্রাঞ্চ, পুশ-আপ, স্কিপিং ও জাম্পিং করেছেন।

advertisement

আরও পড়ুন-২০ বছর আগে বন দফতরের অফিসে কী করেছিলেন সলমন? দেখুন ভিডিওতে

বাংলা খবর/ খবর/দেশ/
জেলেও ওয়ার্ক আউট চালিয়ে যেতেন সলমন খান