বনতারায় পশুদের যে ভাবে যত্নে লালনপালন করা হচ্ছে, সংরক্ষণের পরিকল্পনা করা হচ্ছে তাতে আপ্লুত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডলে দেশের প্রধানমন্ত্রী লেখেন, “বনতারার উদ্বোধন করলাম। বন্যপ্রাণ সংরক্ষণ, উদ্ধার এবং পুনর্বাসন একটি অনন্য উদ্যোগ। বনতারা প্রাণীদের জন্য স্বর্গ। তাদের নিরাপদ আশ্রয় প্রদান করার পাশাপাশি পরিবেশে স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আমি অনন্ত আম্বানি এবং তাঁর পুরো দলকে এই দুর্দান্ত উদ্যোগের জন্য সাধুবাদ জানাই।
advertisement
বনতারায় প্রায় আড়াই কোটি গাছপালা ছাড়াও প্রচুর বিলুপ্তপ্রায় প্রাণীকে সযত্নে সংরক্ষণ করা হচ্ছে। ৩৫০০ একর এলাকা জুড়ে রয়েছে বন্যপ্রাণী সংরক্ষণের এই উদ্যোগ।
প্রসঙ্গত, বনতারা উদ্বোধনের সময় নিউজ18-কে দেওয়া সাক্ষাৎকারে অনন্ত আম্বানি বলেছিলেন, “আমি যথেষ্ট ভাগ্যবান যে ঈশ্বরের আশীর্বাদে আমি পশুদের সেবা করতে পারছি। আমি প্রতিটি প্রাণীর মধ্যে ঈশ্বরকে দেখতে পাই। তাই পরিবেশ সংরক্ষণের জন্য এটি আমার প্রচেষ্টা,” তিনি বলেছিলেন।
‘বনতারা’য় শীল মাছের এনক্লোজারের সামনে প্রধানমন্ত্রী। একে একে দেখা করেন গোল্ডেন টাইগার, স্নো লেপার্ড এবং সার্কাস থেকে উদ্ধার করা চারটি স্নো টাইগারের সঙ্গে। শিম্পাঞ্জি, ‘দুষ্ট’ ওরাং ওটানের সঙ্গে সময় কাটান। বনতারায় ২৫,০০০-এর বেশি প্রাণী এবং ৪৮টিরও বেশি প্রজাতি রয়েছে। ভারত এবং বিদেসের নানা প্রান্ত থেকে উদ্ধার করা আহত, নির্যাতিত এবং বিপন্ন পশু-পাখিদের চিকিৎসা, যত্ন এবং পুনর্বাসনের দায়িত্ব পালন করে ‘বনতারা’।