TRENDING:

টার্গেট এবার বাংলা, বিহার জয়ের বার্তার মধ্যেই হুঁশিয়ারি মোদির

Last Updated:

কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরে এসেও দলীয় কর্মীদের উপরে শাসক দলের অত্যাচারের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দলীয় কর্মীদের উপর শাসক দলের অত্যাচার নিয়ে সবথেকে বেশি সরব বিজেপি৷ কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরে এসেও দলীয় কর্মীদের উপরে শাসক দলের অত্যাচারের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন৷ ফলে বিহার নিয়ে জয়ের বার্তায় দলীয় কর্মীদের উপরে অত্যাচারের প্রসঙ্গ তুলে আসলে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের শাসক দলকেই সতর্ক করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল৷

advertisement

বিহারে বিজেপি-র নেতৃত্বে এনডিএ-এর জয় উদযাপনে বুধবার দিল্লিতে দলের সদর দফতরে জড়ো হয়েছিলেন দলের শীর্ষ নেতৃত্ব৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জে পি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়িরা সেখানে উপস্থিত ছিলেন৷ সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের সঙ্গে রাজনৈতিক ভাবে এঁটে না উঠতে পেরে কিছু মানুষ আমাদের কর্মীদের খুন করার পথ বেছে নিয়েছে৷ দেশের কোনও কোনও অংশে তারা মনে করছে, আমাদের কর্মীদের হত্যা করেই নিজেদের লক্ষ্যপূরণ করবে৷ আমার মনে হয় না এদের আমার সতর্ক করার প্রয়োজন আছে, কারণ গণতন্ত্রে মানুষই জবাব দেয়৷'

advertisement

এখানেই না থেমে প্রধানমন্ত্রী আরও বলেন, 'নির্বাচন আসবে যাবে৷ আজ কেউ ক্ষমতায় থাকবে, কাল অন্য কেউ৷ কিন্তু গণতন্ত্রে এই হত্যালীলা মেনে নেওয়া যায় না৷ মৃত্যু নিয়ে খেলা করে মানুষের সমর্থন পাওয়া যায় না, এই দেওয়াল লিখনটা বোঝার চেষ্টা করুন৷'

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিজেপি-র অভিযোগ, গত দু' থেকে আড়াই বছরে পশ্চিমবঙ্গে তাঁদের অন্তত একশো জন কর্মী খুন হয়েছেন৷ বিষয়টি নিয়ে বারংবার দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় সরকারেরও দ্বারস্থ হয়েছেন বিজেপি-র রাজ্য নেতারা৷ বিহার জয়ের পর এবার বাংলা দখলের জন্য যে তাঁরা সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন, বিহার জয়ের মঞ্চ থেকেই তা বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদি৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
টার্গেট এবার বাংলা, বিহার জয়ের বার্তার মধ্যেই হুঁশিয়ারি মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল