TRENDING:

গুজব ছড়াচ্ছে বিরোধীরা, কৃষকদের বোঝানোর জন্য বিজেপি কর্মীদের কাছে আবেদন মোদির

Last Updated:

শুধু কৃষি বিল নয়, শ্রম আইনে নতুন সংশোধনের ফলে অসংগঠিত ক্ষেত্রের সব শ্রমিকরাই ন্যূনতম মজুরির অধিকার পাবেন বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কৃষি বিল নিয়ে ফের একবার বিরোধীদের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ দিনই নতুন তিনটি কৃষি বিলের প্রতিবাদে ভারত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি৷ প্রধানমন্ত্রীর অবশ্য দাবি, নয়া কৃষি বিলে কৃষকদের আয় বাড়বে, তাঁদের অধিকারও সুরক্ষিত হবে৷ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনে বিজেপি-র দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে এ দিন এই দাবি করেছেন প্রধানমন্ত্রী৷ দলীয় কর্মীদের কাছে তাঁর আবেদন, কৃষি বিল নিয়ে কৃষকদের কাছে গিয়ে তাঁদের বিভ্রান্তি দূর করতে হবে৷
advertisement

বিরোধীদের আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, 'এর আগে যাঁরা সরকারে ক্ষমতায় ছিল, তাঁরা এমন জটিল আইন ও প্রতিশ্রুতির জাল বিছোত যে অধিকাংশ কৃষকই তা বুঝতে পারতেন না৷ কিন্তু বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্রমাগত এই পরিস্থিতি বদলে দিয়ে কৃষকদের উন্নয়নের চেষ্টা করেছে৷'

প্রধানমন্ত্রী আরও দাবি করেন, গত কয়েক বছরে এনডিএ সরকার কৃষকদের সরাসরি ব্যাঙ্কের সঙ্গে যুক্ত করেছে৷ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে ১০ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে৷ কৃষকরা যাতে ঋণ পান তার জন্য যত বেশি সম্ভব কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী৷

advertisement

নরেন্দ্র মোদী বলেন, নতুন কৃষি বিলগুলি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্য প্রচার চালাচ্ছে বিরোধীরা৷ তার মোকাবিলায় সহজ ভাষায় নতুন কৃষি বিলগুলি কীভাবে তাঁদের অধিকার সুরক্ষিত করবে, কৃষকদের কাছে গিয়ে তা বোঝানোর জন্য বিজেপি কর্মীদের অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শুধু কৃষি বিল নয়, শ্রম আইনে নতুন সংশোধনের ফলে অসংগঠিত ক্ষেত্রের সব শ্রমিকরাই ন্যূনতম মজুরির অধিকার পাবেন বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী৷ তিনি আরও জানিয়েছেন, এতদিন বিভিন্ন ক্ষেত্রে ন্যূনতম বেতনের ১০ হাজারটি স্তর ছিল৷ সংশোধিত আইনে তা কমিয়ে ২০০-তে নিয়ে আসা হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
গুজব ছড়াচ্ছে বিরোধীরা, কৃষকদের বোঝানোর জন্য বিজেপি কর্মীদের কাছে আবেদন মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল