TRENDING:

লম্বা লড়াইয়ের বার্তা দিলেন প্রধানমন্ত্রী, লকডাউন ভবিষ্যৎ নিয়ে বাড়ল জল্পনা

Last Updated:

রবিবারই দুই প্রাক্তন প্রধানমন্ত্রী, দুই প্রাক্তন রাষ্ট্রপতি, কংগ্রেস সভাপতি সনিয়া গাঁধি সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলের নেতাদের ফোন করেন প্রধানমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ১৪ এপ্রিলের পরেও দেশে লকডাউন চলবে কিনা, তা নিয়ে জল্পনা চলছেই৷ তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দিলেন, লম্বা লড়াইয়ের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে৷ স্বভাবতই প্রধানমন্ত্রীর এই ইঙ্গিতপূর্ণ বার্তার পর লকডাউন নিয়ে জল্পনা আরও বেড়েছে৷ যেভাবে দেশের করোনার সংক্রমণ এবং মৃতের সংখ্যা বাড়ছে, তাতে সেই আশঙ্কা আরও জোরালো হয়েছে৷
advertisement

বিজেপি-র প্রতিষ্ঠা দিবসে এ দিন বক্তব্য রাখতে গিয়েই এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷ একই সঙ্গে তিনি দাবি করেন, দেশ লম্বা লড়াইয়ের জন্য প্রস্তুত৷ জয় না আসা পর্যন্ত এই লড়াই চলবে৷ লকডাউনে দেশবাসী যেভাবে সহযোগিতা করেছেন তারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেছেন লকডাউনে যেভাবে দেশবাসী পরিণতিবোধ দেথিয়েছেন, তা নজিরবিহীন৷ আন্তর্জাতিক মহলেও করোনার বিরুদ্ধে ভারতের লড়াই প্রশংসা কুড়িয়েছে বলে দাবি করেন নরেন্দ্র মোদি৷

advertisement

এ দিন প্রধানমন্ত্রী বার বার মনে করিয়ে দিয়েছেন, 'আমাদের সংকল্প একটাই, লক্ষ্য একটাই, তা হলো করোনার বিরুদ্ধে বিজয়ী হওয়া৷ এই লম্বা লড়াইয়ে থামলে চলবে না, ক্লান্ত হলে চলবে না৷'

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঘটনাচক্রে রবিবারই দুই প্রাক্তন প্রধানমন্ত্রী, দুই প্রাক্তন রাষ্ট্রপতি, কংগ্রেস সভাপতি সনিয়া গাঁধি সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলের নেতাদের ফোন করেন প্রধানমন্ত্রী৷ করোনা পরিস্থিতি নিয়ে তাঁদের সঙ্গে কথা হয় মোদির৷ এর পরই দিল্লির রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায়, করোনা রুখতে আরও কড়া পদক্ষেপ ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার৷ এ দিনই করোনা পরিস্থিতি নিয়ে প্রথমে মন্ত্রিগোষ্ঠী এবং পরে ক্যাবিনেট বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর৷ ফলে করোনা নিয়ে লম্বা লড়াই বলতে প্রধানমন্ত্রী ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা হয়তো এ দিনের মধ্যেই স্পষ্ট হতে পারে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
লম্বা লড়াইয়ের বার্তা দিলেন প্রধানমন্ত্রী, লকডাউন ভবিষ্যৎ নিয়ে বাড়ল জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল