বুধবার মধ্যরাতে এই গা শিউরে ওঠা ঘটনাটি ঘটে কটকের নরসিংহপুর থানা এলাকায়৷ অভিযুক্ত পুরোহিতের নাম সনসারি ওঝা৷ বয়স ৭২৷ একটি নামী মন্দিরে পুরোহিত সে৷ নরবলি দিয়ে পুজো শেষ করে, তার সে পুলিশের কাছে আত্মসমর্পণ করে৷
advertisement
যাকে নরবলি দিয়েছে, সেই যুবকের নাম সরোজ কুমার প্রধান, বয়স ২৫৷ অভিযুক্ত পুরোহিত পুলিশকে জানিয়েছে, নরবলির আগে তার সঙ্গে সরোজের বচসা হয়৷ পুলিশি জেরায় ওই পুরোহিত বলে, স্বপ্নে তাকে ভগবান নির্দেশ দিয়েছিল৷ নরবলি দিলেই করোনা ভাইরাস সংক্রমণ থেমে যাবে৷ ভগবানের নির্দেশেই সে নাকি নরবলি দিয়েছে৷
একটি কুড়ুল দিয়ে যুবকের ধর থেকে মাথা আলাদা করে দিয়েছিল ওই পুরোহিত৷ সেই কুড়ুলটি উদ্ধার করেছে পুলিশ৷ সরোজের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই যুবকের সঙ্গে দীর্ঘ দিন ধরেই বচসা ছিল পুরোহিতের৷
ডিআইজি (সেন্ট্রাল রেঞ্জ) আশিস কুমার সিংয়ের কথায়, 'অপরাধি প্রচণ্ড মদ্যপ ছিল বলি দেওয়ার সময়৷ রাতে নরবলি দিয়ে সকালে তার হুঁশ ফেরে৷ তারপর আত্মসমর্পণ করে৷'
