TRENDING:

আস্থা ভোটের একদিন আগেই উত্তরাখণ্ডে জারি রাষ্ট্রপতি শাসন

Last Updated:

হরিশ রাওয়াত সরকারের আস্থাভোট গ্রহণের একদিন আগেই উত্তরাখণ্ডে জারি হয়ে গেল রাষ্ট্রপতি শাসন ৷ রবিবার সকালে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় হস্তাক্ষর করার পরই সংবিধানের ৩৫৬ আর্টিকল অনুযায়ী উত্তরাখণ্ডে জারি হল রাষ্ট্রপতি শাসন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: হরিশ রাওয়াত সরকারের আস্থাভোট গ্রহণের একদিন আগেই উত্তরাখণ্ডে জারি হয়ে গেল রাষ্ট্রপতি শাসন ৷ রবিবার সকালে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় হস্তাক্ষর করার পরই সংবিধানের ৩৫৬ আর্টিকল অনুযায়ী উত্তরাখণ্ডে জারি হল রাষ্ট্রপতি শাসন ৷ এই সিদ্ধান্ত শোনার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত মন্তব্য করেন, ‘এটা গণতন্ত্র ও সংবিধানের হত্যা৷’
advertisement

শনিবার রাতে ক্যাবিনেট মন্ত্রীদের বৈঠকে উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করা হয় ৷ সূত্রের খবর, বৈঠকের পর গভীর রাতে অর্থমন্ত্রী অরুণ জেটলি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে উত্তরাখণ্ডের বর্তমান রাজনৈতিক সঙ্কট সম্বন্ধে জানান এবং রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেন ৷ সব দিক খতিয়ে দেখে রবিবার সকালে সেই সুপারিশে হস্তাক্ষর করেন রাষ্ট্রপতি ৷ প্রণব মুখোপাধ্যায়ের নির্দেশে ক্যাবিনেটের সুপারিশে উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের কংগ্রেস সরকারকে খারিজ করে জারি হল রাষ্ট্রপতি শাসন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শনিবার উত্তরাখণ্ডের নয় বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক হরিশ রাওয়াতের স্টিং ভিডিও প্রকাশ করে বিধায়ক কেনাবেচার অভিযোগ তোলার পরই উত্তরাখণ্ডের রাজনৈতিক সঙ্কট আরও ঘনীভূত হয় ৷ এই ভিডিও সামনে আসার পরই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি নিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দ্বারস্থ হয় BJP ৷ ঘুষ দিয়ে বিধায়ক কেনাবেচার অভিযোগের কথা শুনে তড়িঘড়ি আসাম থেকে দিল্লিতে ফিরে জরুরীভিত্তিতে ক্যাবিনেট বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৈঠকে উত্তরাখণ্ডের রাজ্যপাল কে কে পল এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া রিপোর্ট খতিয়ে দেখে সিদ্ধান্তে পৌঁছায় মন্ত্রীসভা ৷ উত্তরাখণ্ডের বর্তমান পরিস্থিতির জন্য কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধিকেই দায়ী করছেন বিদ্রোহী কংগ্রেস বিধায়করা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
আস্থা ভোটের একদিন আগেই উত্তরাখণ্ডে জারি রাষ্ট্রপতি শাসন