সংসদে বাজেট অধিবেশন শুরু হয়েছে ১৭ জুন, চলবে ২৬ জুলাই৷ ৪ জুলাই অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করা হবে৷ ৫ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে৷ বুধবার এক দেশ এক নির্বাচন নিয়ে সর্বদল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তারপরেই আজ যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে উঠে এল এক দেশ এক নির্বাচন প্রসঙ্গ৷ যা স্থান পেল আগামী ৫ বছরের রোডম্যাপে৷
এক দেশ এক নির্বাচন নিয়ে রাষ্ট্রপতি বলেন, দেশে পরপর একাধিক নির্বাচন উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে৷ তাঁর কথায়, 'এক দেশ এক নির্বাচন দেশের উন্নয়নের জন্য জরুরি৷ এর উপকার দেশের মানুষ ভোগ করবেন৷ এই সিস্টেম চালু হলে, সব রাজনৈতিক দলই উন্নয়নের কাজ বিনা বাধায় চালিয়ে যেতে পারবে৷'
এ দিন যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে ওঠে এনআরসি প্রসঙ্গও৷ রাষ্ট্রপতির বক্তব্য, 'অবৈধ অনুপ্রবেশ ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক৷ আমার সরকার তাই সিদ্ধান্ত নিয়েছে, অবৈধ অনুপ্রবেশ রুখতে এনআরসি কার্যকর করার বিষয়টি ত্বরান্বিত করতে হবে৷'
আরও ভিডিও: