TRENDING:

Delhi Bill : হাসপাতালেই রাষ্ট্রপতির সই-সাবুদ, আইনে পরিণত হল 'বিতর্কিত' দিল্লি বিল

Last Updated:

এই বিল আইনে পরিণত হওয়ায় কার্যত বড়োসড়ো ধাক্কা খেল দিল্লির কেজরিওয়াল সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কলকাতা থেকে তৃণমূলের সাংসদদের উড়ে যাওয়াটাও আটকানো গেল না। আইনে পরিণত হয়ে গেল দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের ক্ষমতাবৃদ্ধি বিষয়ক 'দিল্লি বিল'৷ বিরোধীদের সমালোচনা সত্বেও আগেই লোকসভা ও রাজ্যসভার গণ্ডি পেরিয়ে গিয়েছিল বিতর্কিত এই বিল। এবার রাষ্ট্রপতির স্বাক্ষর পর্ব মিটিয়ে কেন্দ্রের আনা সেই বিল-ই পুরোদস্তুর আইনে পরিণত হয়ে গেল৷ হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেই সেই বিলে স্বাক্ষর করে তাতে আইনের সিলমোহর দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ এ বার কবে এই আইন লাগু হবে তা ঘোষণা করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ তবে এই বিল আইনে পরিণত হওয়ায় কার্যত বড়োসড়ো ধাক্কা খেল দিল্লির কেজরিওয়াল সরকার।
advertisement

অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ আগামিকাল তাঁর বাইপাস সার্জারি হওয়ার কথা রয়েছে ৷ সেই হাসপাতাল থেকেই রবিবার দিল্লির বিতর্কিত কেন্দ্রীয় বিল দ্য গভর্মেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) বিল, 2021-এ সই করলেন রাষ্ট্রপতি ৷ গত বুধবার বিরোধীদের তীব্র বাগ-বিতণ্ডার মধ্যেই রাজ্যসভায় পাশ হয় এই বিল ৷ বিল পাশ হওয়া রুখতে রাজ্যের ভোটের ব্যস্ততার মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে দিল্লি ছুটে যান তৃণমূলের রাজ্যসভার সাংসদরা ৷ বিভিন্ন রাজ্যের ভোট মেটা পর্যন্ত এই বিল নিয়ে সংসদে আলোচনা স্থগিত রাখার আর্জি জানিয়েছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷

advertisement

চিঠি দিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ দাবি করেছিলেন, "৫ রাজ্যে নির্বাচন চলছে। নির্বাচনের মধ্যে অনেক রাজনৈতিক দলের সাংসদেরা সংসদে উপস্থিত থাকতে পারবেন না। কিন্তু এই গুরুত্বপূর্ণ বিলে সকলের আলোচনার সুযোগ থাকা উচিত। অনুরোধ করেন এই বিলের আলোচনা পিছিয়ে দেওয়া হোক।" তবে সেইসব অনুরোধ-উপরোধ ধোপে টেকেনি।

রাজ্যসভায় পাশ হয়ে যায় বিলটি৷ অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল ৷ এই বিলের দ্বারা দিল্লিতে আরও বেশি ক্ষমতা পাবেন লেফটেন্যান্ট গভর্নর ৷ বিলটি রাজ্যসভায় পাশ হওয়ার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কোজরিওয়াল ৷ তাঁর কথায়, ওই বিল পাশ হওয়ার অর্থ দিল্লির মানুষের অপমান ৷ ভোট দিয়ে ক্ষমতায় যাদের আনা হয়েছিল, তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেবে এবং যারা হেরে গেছে তাদের হাতে ক্ষমতা তুলে দেবে ওই বিল ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Bill : হাসপাতালেই রাষ্ট্রপতির সই-সাবুদ, আইনে পরিণত হল 'বিতর্কিত' দিল্লি বিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল