TRENDING:

আদালতে প্রহৃত কানহাইয়া কুমার, সুপ্রিমকোর্টের নির্দেশে স্থগিত শুনানি

Last Updated:

ফের উত্তাল পাতিয়ালা কোর্ট চত্বর ৷ আদালত চত্বরেই কানাইহা কুমারের ওপর চড়াও হল আইনজীবীদের একাংশ ৷ কোর্ট জুড়ে শুরু হল মারধর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  ফের উত্তাল পাতিয়ালা কোর্ট চত্বর ৷ প্রথমে আইনজীবীদের মধ্যে বচসা ও হাতাহাতি ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছিল আদালত চত্বরে ৷ বুধবার দুপুর ২টো নাগাদ কানহাইয়া কুমার আদালতে পা রাখতেই উত্তেজনার পারদ বাড়ল আরও ৷ আইনজীবীদের একাংশ চড়াও হলেন কানহাইয়া কুমারের ওপর ৷ দিল্লি পুলিশের সামনেই আইনজীবীদের একাংশ মারধর শুরু করেন কানহাইয়াকে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ আদালত চত্বরে নামানো হল সেনাও ৷ পাতিয়ালা কোর্টের পরিস্থিতিকে খতিয়ে দেখতে গঠন করা হয়েছে সুপ্রিম কোর্টের ৬ জনের বিশেষ কমিটি ৷ এই কমিটিতে রয়েছেন কপিল সিব্বল, দুশায়ন্ত দাবে ও রাজীব ধাওয়ান ৷
advertisement

আদালত চত্বরের অশান্তির দিকে নজর রেখে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিল কানহাইয়া মামলার শুনানিতে ৷ বিশেষ কমিটি খতিয়ে দেখছে পুরো বিষয়টি ৷ সুপ্রিমকোর্টের কাছে  বিশেষ কমেটির রিপোর্ট জমা পড়লে তবেই শুনানি ৷ তবে আপাতত, পাতিয়ালা কোর্টের নির্দেশ ২ মার্চ অবধি জেল হেফাজতে থাকবে কানহাইয়া কুমার ৷ কানাইহার জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার নির্দেশও দিল্লি পুলিশকে দিয়েছে পাতিয়ালা কোর্ট ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
আদালতে প্রহৃত কানহাইয়া কুমার, সুপ্রিমকোর্টের নির্দেশে স্থগিত শুনানি