আরও পড়ুন আগামিকাল থেকে কমবে তাপমাত্রা, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের বাড়বাড়ন্তে লাগাম টানতে সংঘর্ষ বিরতি চুক্তি প্রত্যাহার করতে চাইছিল বিজেপি ৷ তবে তার বিপক্ষেই ছিল পিডিপি ৷ সেই থেকেই শুরু হয় বিজেপি-পিডিপি মতবিরোধ ৷ গত পরশু সংঘর্ষবিরতির চুক্তি প্রত্যাহার হয় উপত্যকায় ৷ তারপরই কাশ্মীরের জোট সরকার থেকে নিজেদের সরিয়ে নেয় বিজেপি ৷ ভাঙে পিডিপি-বিজেপি জোট ৷ পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ৷
advertisement
আরও পড়ুন প্রচণ্ড দাবদাহের পর স্বস্তির বৃষ্টি মুর্শিদাবাদে
পবিত্র রমজান মাসে, উপত্যকায় শান্তি বজায় রাখতে ১৭ মে সংঘর্ষবিরতির ঘোষণা করে কেন্দ্র ৷ কিন্তু কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী ১৭ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত ১৮টি হিংসার ঘটনা ঘটলেও, সংঘর্ষে বিরতির সময় প্রায় ৫০টি হিংসার ঘটনা ঘটে ৷ খুন হন সাংবাদিক সুজাত বুখারিও ৷ এতেই প্রমাদ গোনে কেন্দ্র ৷ তড়িঘড়ি চুক্তি প্রত্যাহারের ডাক দেওয়া হয় ৷