TRENDING:

জয়ললিতার জন্য স্মৃতিসারক, করুণানিধির জন্য ৬ফুট জমিও নয় কেন-সরকারের বিরুদ্ধে তোপ ডিএমকের

Last Updated:

প্রায় ৫০ কোটি টাকা খরচ করে জয়ললিতার গৌরবময় রাজনৈতিক যাত্রা তুলে ধরার জন্য এই স্মৃতিস্মারক নির্মাণ করার পরিকল্পনা করছে পালানিস্বামী সরকার ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই:  মৃত্যুর পরেও থামছেনা বিতর্ক । মঙ্গলবার চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ডিএমকে সুপ্রিমো করুণানিধি । চেন্নাই-এর মেরিনা বিচে ডিএমকে প্রতিষ্ঠাতা আন্নাদুরাই-এর সমাধির পাশেই করুণানিধিকে সমাধিস্থ করতে চেয়েছিলেন ডিএমকে সদস্যরা । কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছে পালানিস্বামী সরকার । এই মেরিনা বিচেই সমাধিস্থ করা হয়েছিল জয়ললিতাকেও । তামিলনাড়ু সরকারের এহেন সিদ্ধান্তকে সরাসরি কটাক্ষ করেছেন ডিএমকে নেতারা ।
advertisement

ডিএমকে মুখপাত্র ও আইনজীবী এ সর্বানন জানিয়েছেন করুণানিধি যে আন্নাদুরাইকে গুরু বলে মানতেন তাঁর পাশেই তাঁকে শায়িত করা হোক এটুকুই তাঁদের আর্জি ছিল । তিনি বলেছেন এআইডিএমকে সরকার প্রয়াত জয়ললিতার স্মৃতিস্মারকের জন্য ৩,৫০০ স্কোয়ার ফুটের একটি ইমারত গড়তে পারে, কিন্তু করুণানিধির সমাধিস্থলের জন্য মাত্র ৬ফুট জমি দিতে অপারগ পালানিস্বামী সরকার । বর্তমান সরকার ডিএমকে সদস্য ও সমর্থকদের আবেগকে আঘাত করছেন, মন্তব্য সর্বাননের । প্রসঙ্গত প্রায় ৫০ কোটি টাকা খরচ করে জয়ললিতার গৌরবময় রাজনৈতিক যাত্রা তুলে ধরার জন্য এই স্মৃতিস্মারক নির্মাণ করার পরিকল্পনা করছে পালানিস্বামী সরকার ।

advertisement

ডিএমকে শীর্ষ নেতাদের মতে কেবলমাত্র নিজেদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই এই কাজ করছে তামিলনাড়ুর বর্তমান শাসকদল ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই বিষয়ে  আজ চূড়ান্ত রায় দেবে মাদ্রাজ হাই কোর্ট ।

বাংলা খবর/ খবর/দেশ/
জয়ললিতার জন্য স্মৃতিসারক, করুণানিধির জন্য ৬ফুট জমিও নয় কেন-সরকারের বিরুদ্ধে তোপ ডিএমকের