তাঁর বড় মেয়ে বছর কুড়ির, আর সবচেয়ে ছোট যারা তাদের বয়স এখন ৩থেকে ৪৷ এই অবস্থায় ৮ মেয়ের মা ফের অন্তঃসত্ত্বা ছিলেন৷
ক্ষেতে কাজ করার সময় গর্ভবতী মহিলাকে সাপে কামড় দেয়৷ এতে ওই নারী ও তাঁর ভাবী সন্তান দুজনেই মারা যায়৷ মহিলার বাড়িতে আটটি মেয়ে রয়েছে। প্রেগন্যান্ট মহিলার আট মাসের গর্ভাবস্থা ছিল৷ মহিলার এরকম হঠাৎ মৃত্যুতে মায়ের ছায়া সরে গেল আট কন্যার মাথা থেকে।
advertisement
এইরকম দুর্ঘটনার পর ওই মহিলার পরিবার শোকস্তব্ধ। গ্রামবাসীরা তার স্বামী রাজপাল, মেয়ে ও পরিবারের অন্যান্য সদস্যদের সান্ত্বনা দিতে তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন ৷
আরও পড়ুন – Gold News: ভারতে সোনার কতগুলি খনি রয়েছে, সবচেয়ে বেশি সোনা কোথায় লুকিয়ে, ৮০% রয়েছে এখানেই!
মাসলপুর থানার হেড কনস্টেবল শিব কুমার জানিয়েছেন, ঘটনাটি থানা এলাকার রাতিয়া পুর গ্রামের। সেখানে শনিবার রাজপালের স্ত্রী গীতা দেবী (৪২) তার ক্ষেতে কাজ করছিলেন। গীতা দেবী আট মাস প্রেগন্যান্ট ছিলেন। এ সময় একটি বিষধর সাপ তাঁকে মাঠে কামড়ায়। সেখানেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে সেখানে আত্মীয়রা দৌড়ে এসে তাঁকে হাসপাতালে নিয়ে যান৷
চিকিৎসক মহিলাকে মৃত ঘোষণা করেন
অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে করৌলি হাসপাতালে পৌঁছান স্বজনরা। হাসপাতালে চিকিৎসক পরীক্ষার পর ওই মহিলাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন মৃতদেহ নিজেদের বাড়িতে নিয়ে যায়।
মহিলার বড় মেয়ের বয়স প্রায় ২০ এবং ছোট মেয়ের বয়স তিন-চার বছর।
পুলিশ জানায়, মহিলার বড় মেয়ের বয়স প্রায় ২০ বছর। তার সবচেয়ে ছোট বয়স প্রায় তিন-চার বছর। এই মহিলা ফের গর্ভবতী হয়েছিলেন। ওই নারীর স্বামী রাজপাল খনির শ্রমিক হিসেবে কাজ করেন। ওই নারীর মৃত্যুতে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। স্বজনরা সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন। এ দুর্ঘটনার পর নিহতের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
চৌহতানে এক রাতে সাপে কামড়েছে ১৯ জনকে
উল্লেখ্য, বর্ষাকালে বিলে জল ভরে যাওয়ার কারণে সাপ সহ অন্যান্য সরীসৃপ নিজেদের গর্ত থেকে বেরিয়ে আসে। এই মরশুমে সাপের কামড়ের প্রকোপ বেড়ে যায়। বিপর্যয়ের প্রভাবে বারমেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বারমের চৌহতানে এক রাতেই সাপে কামড়েছে ১৯ জনকে।
