TRENDING:

Prashant Kishore: বিহারে ক'টি আসনে লড়বে 'জন সূরজ'? বড় ঘোষণা পিকে-র...! প্রশান্ত কিশোরের ফোকাসে নারী শক্তি

Last Updated:

Prashant Kishore: আগেই জানিয়েছিলেন দল ঘোষণা করতে চলেছেন তিনি। এবার তাঁর দল 'জন সূরজের' ২০২৫ এর ভিশন প্রকাশ্যে আনলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আগেই জানিয়েছিলেন দল ঘোষণা করতে চলেছেন তিনি। এবার তাঁর দল ‘জন সূরজের’ ২০২৫ এর ভিশন প্রকাশ্যে আনলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। একধাপ এগিয়ে পিকে রবিবারই জানিয়ে দিলেন, ২৪৩ আসনের বিহার বিধানসভার সবকটি আসনেই লড়বে তাঁর দল ‘জন সূরজ’। এর মধ্যে ৪০ টি আসনেই লড়াইয়ে সামিল হবেন দলের মহিলা প্রার্থীরা।
সে কী! এত বড় ঘোষণা পিকে-র!
সে কী! এত বড় ঘোষণা পিকে-র!
advertisement

আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধির জন্মদিনে দল ঘোষণা করবেন বলে সপ্তাহ দুয়েক আগেই জানিয়ে দিয়েছিলেন প্রশান্ত কিশোর। ভোট কুশলী হিসাবে অবসর নেওয়ার পরে জন সূরজ অভিযান শুরু করেছিলেন প্রশান্ত কিশোর। বছর দুয়েক আগে শুরু হওয়া এই অভিযানকে অনেকে রাজনৈতিক দলের তকমা দিলেও প্রথমে তা অস্বীকার করেছিলেন। পিকের মত ছিল, যারা বদল চায়, এটা তাদের জন্য একটা মঞ্চ মাত্র। এখনই তিনি কোনও রাজনৈতিক দল তৈরি করছেন না।

advertisement

একইসঙ্গে আগামী দিনে যে তিনি নিজের দল গড়েই প্রত্যক্ষ রাজনীতিতে নামতে চান, পিকে তার কার্যত স্পষ্ট ইঙ্গিত দিয়ে দেন বছর দুয়েক আগেই। সেই মতো জন সূরজের যাত্রা শুরু হতে চলেছে। ২ অক্টোবর আনুষ্ঠানিক আত্মপ্রকাশর কথা রয়েছে পিকের দলের। তার আগেই রবিবার ২০২৫ বিধানসভা ভোট কয়টি আসনে লড়বেন তাও জানিয়ে দিলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে প্রশান্ত জানিয়েছেন, রাজনৈতিক পথচলার শুরুতেই গোটা রাজ্যের সবকটি আসনে প্রার্থী দিতে চলেছেন তিনি। অর্থাৎ ২৪৩ বিধানসভা আসনেই দেখা যাবে জন সূরজের প্রার্থীদের। বিশেষভাবে নারীশক্তিকে গুরুত্ব দিচ্ছেন, সেই কারণেই আসন্ন বিধানসভা ভোটে ৪০ আসনে মহিলা প্রার্থী দিতে চলেছে তাঁর দল, একথাও জানিয়েছেন প্রাক্তন ভোটকুশলী। একইসঙ্গে প্রশান্ত কিশোরের দাবি, ২০৩০ বিধানসভা ভোটে ৭০-৮০ জন মহিলা প্রার্থী দেবে ‘জন সূরজ’।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Prashant Kishore: বিহারে ক'টি আসনে লড়বে 'জন সূরজ'? বড় ঘোষণা পিকে-র...! প্রশান্ত কিশোরের ফোকাসে নারী শক্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল