TRENDING:

Prashant Kishor: তিন বছর খেটে বিহার ভোটে শূন্য, প্রায়শ্চিত্ত করতে মৌনব্রত পালন করলেন প্রশান্ত কিশোর!

Last Updated:

গত তিন বছর ধরেে বিহারে ভোটে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছেন প্রশান্ত কিশোর৷ বিহার জুড়ে ঘুরে ঘুরে বেরিয়ে জন সুরজ পার্টিকে বিকল্প রাজনৈতিক মঞ্চ হিসেবে বেছে নেওয়ার জন্য মানুষকে বুঝিয়েছেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তিন বছর ধরে মাটি কামড়ে পড়ে থাকার পরেও বিহারের বিধানসভা নির্বাচনে খাতা খুলতে পারেনি তাঁর দল৷ এই বিপর্যয়ের পর মৌনব্রত পালন করলেন জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর৷ বৃহস্পতিবার বিহারের ভিতিহারওয়া গান্ধি আশ্রমে এই মৌনব্রত পালন করেন তিনি৷
আশ্রমে গিয়ে প্রায়শ্চিত্ত করলেন প্রশান্ত কিশোর৷
আশ্রমে গিয়ে প্রায়শ্চিত্ত করলেন প্রশান্ত কিশোর৷
advertisement

গত তিন বছর ধরেে বিহারে ভোটে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছেন প্রশান্ত কিশোর৷ বিহার জুড়ে ঘুরে ঘুরে বেরিয়ে জন সুরজ পার্টিকে বিকল্প রাজনৈতিক মঞ্চ হিসেবে বেছে নেওয়ার জন্য মানুষকে বুঝিয়েছেন তিনি৷ তার পরেও বিহারের বিধানসভা নির্বাচনে খাতা খুলতে পারেনি তাঁর দল৷ প্রশান্ত কিশোর জানিয়েছেন, মানুষকে বোঝাতে তিনি ব্যর্থ হয়েছেন৷ তাই প্রায়শ্চিত্ত করার জন্যই মৌনব্রত পালন করেছেন তিনি৷

advertisement

ঘটনাচক্রে যেদিন নীতীশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশম বার শপথ নিয়েছেন, সেদিনই মৌনব্রত পালন করেন তিনি৷ প্রশান্ত কিশোর আগেই জানিয়েছিলেন, ২০ নভেম্বর একটি আশ্রমে নীরবে সময় কাটাবেন তিনি৷ ভবিষ্যতে দ্বিগুন উদ্যমে নিজের লক্ষ্যে ঝাঁপানোর শপথ নেওয়ার কথাও জানান তিনি৷

সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছিলেন, আমি দ্বিগুন পরিশ্রম করব৷ বিহারের উন্নতি করার যে শপথ আমি নিয়েছি, তা পূরণ না হওয়া পর্যন্ত আমি থামব না৷

advertisement

প্রশান্ত কিশোর আরও বলেন, কীসের ভিত্তিতে ভোট দিতে হবে, বিহারের মানুষকে আমি তা বোঝাতে ব্যর্থ হয়েছি৷ আমরা হয়তো অনেক ভুল করেছি, কিন্তু আমরা কোনও অপরাধ করিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীত মানেই পিকনিক, মেদিনীপুরের ধামকুড়িয়ার জঙ্গলে চড়ুইভাতি না করলে কিন্তু বড় মিস
আরও দেখুন

বিহার বিধানসভার নির্বাচনে প্রথম বার লড়াই করে একটিও আসনে জিততে পারেনি প্রশান্ত কিশোরের দল৷ ৮৯টি আসন পেয়ে একক বৃহত্তম দল হয়েছে বিজেপি৷ ৮৫টি আসন পেয়েছে জেডিইউ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Prashant Kishor: তিন বছর খেটে বিহার ভোটে শূন্য, প্রায়শ্চিত্ত করতে মৌনব্রত পালন করলেন প্রশান্ত কিশোর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল