ট্যুইটারে রণদীপ সুরজেওয়ালা লিখেছেন, 'প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনা এবং তাঁর প্রেজেন্টেশন দেখে ২০২৪ সালের জন্য একটি এমপাওয়ার্ড অ্যাকশন গ্রুপ গঠন করেছিলেন কংগ্রেস সভানেত্রী৷ ওই গ্রুপের সদস্য হিসেবে নির্দিষ্ট দায়িত্ব দিয়ে প্রশান্ত কিশোরকে যোগ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল৷ কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন৷ উনি কংগ্রেসের জন্য যে পরামর্শ দিয়েছেন আমরা তার প্রশংসা করছি এবং ধন্যবাদ জানাই৷ '
advertisement
গত বেশ কিছু দিন ধরে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রশান্ত কিশোরের আলোচনা চলছিল৷ কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর জন্য কী করণীয়, প্রেজেন্টেশন আকারে তা সনিয়া গাঁধি সহ শীর্ষ নেতাদের সামনে তুলে ধরেছিলেন প্রশান্ত কিশোর৷ তাঁর কংগ্রেসে যোগদান সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছিল৷ যদিও এ দিন রণদীপ সুরজেওয়ালার ট্যুইট সেই সম্ভাবনায় জল ঢেলে দিল৷
আরও পড়ুন: যোগী রাজ্যে দুয়ারে সরকারের সাফল্য, বুধবার জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
রণদীপ সুরজেওয়ালা এই ট্যুইট করার কিছু্ক্ষণের মধ্যেই প্রশান্ত কিশোরও ট্যুইট করে কংগ্রেসের প্রস্তাব প্রত্যাখ্যান করার কথা জানিয়ে দেন৷ অতীতেও প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবন অনেক দূর এগিয়েও শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি৷ এবারেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল৷
শোনা যাচ্ছিল, এ বছরের শেষে গুজরাতে বিধানসভা নির্বাচনের জন্যও প্রশান্ত কিশোর কংগ্রেসকে পরামর্শ দিতে পারেন৷ কিন্তু তাঁর কংগ্রেসে যোগদানের সম্ভাবনা ভেস্তে যাওয়ার পর গুজরাতে প্রশান্ত কিশোর বা তাঁর সংস্থা কংগ্রেসকে সাহায্য করে কি না, সেটাই দেখার৷