বিপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলেছিলেন প্রশান্ত কিশোর। এদিকে সরকার পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণার পরে সেই আন্দোলন আরও তীব্র হয়েছে। প্রশান্ত কিশোরের দাবি, সরকারের এই পদক্ষেপ থেকে স্পষ্ট যে অনিয়ম হয়েছে। এরই মাঝে জেলা প্রশাসন প্রশান্ত কিশোর এবং তাঁর ‘১৫০ জন সমর্থকের’ বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। বলা হয়, প্রশান্ত কিশোরের এই বিক্ষোভ ‘অবৈধ’। এই আবহে সোমবার ভোররাতে প্রশান্ত কিশোরকে গান্ধি ময়দান থেকে তুলে নিয়ে যায় পুলিশ।
advertisement
আরও পড়ুন: ২০০০ টাকার নোট..! বড় আপডেট দিয়ে দিল RBI, দেশবাসীর জন্য এল ‘জরুরি’ নির্দেশ..!
আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, প্রশান্ত কিশোরকে একটি অ্যাম্বুলেন্সে AIIMS-এ নিয়ে যাওয়া হয়েছিল, তবে তিনি চিকিৎসা করতে অস্বীকার করেছেন এবং অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। পুলিশ কর্মকর্তাদের একটি দল ভোর ছাড়তে নাগাদ বিক্ষোভের স্থানে পৌঁছে তাকে ঘটনাস্থল থেকে সরানোর চেষ্টা করে। তিনি উঠতে অস্বীকার করলে কিশোরকে প্রাথমিক ভাবে আটক করে পুলিশ।
আরও পড়ুন: ‘পুরুষদের’ হার্ট অ্যাটাকের এটাই ‘আসল’ কারণ…! জেনে রাখুন আজই, নইলে পস্তাবেন!
প্রশান্ত কিশোর এই বছরের ২ জানুয়ারি তার অনশন শুরু করেন। প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের কারণে বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন করে অনশনে বসেন প্রশান্ত কিশোর। গত বছরের ১৩ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশান্ত কিশোর বলেন, “আমি আমার সর্বশক্তি দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আছি এবং সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমি আমরণ অনশনে বসব”।