TRENDING:

দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পেলেন প্রণব মুখোপাধ্যায়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ফের বাঙালির গৌরবের মুকুটে জুড়ল নয়া পালক ৷ প্রাক্তন রাষ্ট্রপতি ও কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়কে ভারত রত্ন সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন দেশের ১৩তম রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ আজ বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমেই তাঁকে এই সম্মান সম্মানিত করা হল ৷ জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসেই তাঁর নাম মনোনয়নের জন্য পাঠানো হয়েছিল ৷
advertisement

কয়েকদিন আগেই রাষ্ট্রপতি ভবন থেকে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয় প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে ভারত রত্ন সম্মান পাচ্ছেন গায়ক ভূপেন হাজারিকা ও সমাজকর্মী নানাজী দেশমুখ ৷

এ দিন সেই সম্মান তাঁর হাতে তুলে দেওয়া হল ৷ ১৯৫৪ সালের ০২ জানুয়ারি ভারতরত্ন পুরস্কার চালু হয়। মানবিক কৃতিত্বের যেকোনো ক্ষেত্রে সর্বোচ্চ এ পুরস্কার দেওয়া হয়ে থাকে। ভারতরত্ন দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেন। তারপর সেটা পাস হয়। বছরে সর্বোচ্চ তিনজনকে পুরস্কারটি দেয় ভারত সরকার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পেলেন প্রণব মুখোপাধ্যায়