TRENDING:

কর্ণাটক নির্বাচন : রাহুল গান্ধিকে প্রচারে চাইছে না স্থানীয় কংগ্রেসের একাংশ

Last Updated:

কংগ্রেসের স্থানীয় সূত্র অনুযায়ী উদুপি কংগ্রেস সভাপতি প্রমোদ মাধবরাজ ও বিন্দুরের বিধায়ক তথা বিশিষ্ট কংগ্রেস নেতা গোপাল পূজারি কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারে কংগ্রেস অধ্যক্ষ রাহুল গান্ধিতে অনিচ্ছুক, তাঁরা তাদের এই মতামত রাজ্য কংগ্রেসকে জানিয়েছেন বলে জানা গেছে ৷ তাঁদের দাবি রাহুল গান্ধির সফরে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কর্ণাটক: কংগ্রেসের স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী উদুপি কংগ্রেস  সভাপতি প্রমোদ মাধবরাজ ও বিন্দুরের বিধায়ক তথা বিশিষ্ট কংগ্রেস নেতা গোপাল পূজারি, কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারে কংগ্রেস অধ্যক্ষ রাহুল গান্ধিতে নিতে একেবারেই অনিচ্ছুক ৷ তাঁরা তাদের এই মতামত রাজ্য কংগ্রেসকে জানিয়েছেন বলে জানা গিয়েছে ৷ তাঁদের দাবি রাহুল গান্ধির সফরে বিপরীত পরিস্থিতি সৃষ্টি হতে পারে ৷
advertisement

আগামী মঙ্গলবার, বুধবার কর্ণাটকের তটিয় ও মলনাডে রাহুল গান্ধির সফর রয়েছে ৷ রাহুল গান্ধির হায়দরাবাদ-কর্ণাটক, মুম্বই-কর্ণাটক সফরে বেশ ভাল সাড়া পাওয়ার পরেই স্থানীয় কংগ্রেস নেতৃত্ব মনে করে বিজেপির সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সরব হতে বিজেপির শক্ত ঘাঁটিতে রাহুল গান্ধির এই সফর বেশ কার্যকরী হতে পারে ৷ কিন্তু তটিয় ও মলনাডের বেশ কিছু কংগ্রেস নেতা রাহুল সফরে আগ্রহ প্রকাশ করেননি ৷

advertisement

নিউজ ১৮ এ দেওয়া এক সাক্ষাৎকারে জনৈক কংগ্রেস নেতা জানিয়েছেন প্রমোদ মাধবরাজের বিজেপিতে যোগ দেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা, বড় কোনও চমৎকারই তাঁকে বিজেপিতে যাওয়া থেকে আটকাতে পারে ৷ প্রমোদ মাধব রাজের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রসঙ্গটি সম্পূর্ণ এড়িয়ে যান কিন্তু গোপাল পূজারি জানান সময়ের অভাবেই এইবার কংগ্রেসের সর্ব ভারতীয় সভাপতি কুন্দপুরা ও উদিপি সপর করতে পারবেন না ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত আগামি মঙ্গলবার রাহুল গান্ধি ম্যঙ্গালোরে একটি জনসভায় ভাষণ দেবেন এরপরে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ারা-র পাড়া হাসনে এক জনসভায় বক্তব্য রাখবেন ৷ চিকম্যাঙ্গালোর এলাকার সফরও করবেন সঙ্গে সেখানকার মাঠেও যাবেন ৷ দেখা করবেন মঠ অধ্যক্ষের সঙ্গেও ৷ ১৯৭৭ এর জরুরি অবস্থার পর ইন্দিরা গান্ধি ১৯৭৮ লোকসভা নির্বাচনে চিকম্যাঙ্গালোর আসন থেকে বিজয়ী হয়ে লোকসভায় পা রেখেছিলেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
কর্ণাটক নির্বাচন : রাহুল গান্ধিকে প্রচারে চাইছে না স্থানীয় কংগ্রেসের একাংশ