আগামী মঙ্গলবার, বুধবার কর্ণাটকের তটিয় ও মলনাডে রাহুল গান্ধির সফর রয়েছে ৷ রাহুল গান্ধির হায়দরাবাদ-কর্ণাটক, মুম্বই-কর্ণাটক সফরে বেশ ভাল সাড়া পাওয়ার পরেই স্থানীয় কংগ্রেস নেতৃত্ব মনে করে বিজেপির সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সরব হতে বিজেপির শক্ত ঘাঁটিতে রাহুল গান্ধির এই সফর বেশ কার্যকরী হতে পারে ৷ কিন্তু তটিয় ও মলনাডের বেশ কিছু কংগ্রেস নেতা রাহুল সফরে আগ্রহ প্রকাশ করেননি ৷
advertisement
নিউজ ১৮ এ দেওয়া এক সাক্ষাৎকারে জনৈক কংগ্রেস নেতা জানিয়েছেন প্রমোদ মাধবরাজের বিজেপিতে যোগ দেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা, বড় কোনও চমৎকারই তাঁকে বিজেপিতে যাওয়া থেকে আটকাতে পারে ৷ প্রমোদ মাধব রাজের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রসঙ্গটি সম্পূর্ণ এড়িয়ে যান কিন্তু গোপাল পূজারি জানান সময়ের অভাবেই এইবার কংগ্রেসের সর্ব ভারতীয় সভাপতি কুন্দপুরা ও উদিপি সপর করতে পারবেন না ৷
প্রসঙ্গত আগামি মঙ্গলবার রাহুল গান্ধি ম্যঙ্গালোরে একটি জনসভায় ভাষণ দেবেন এরপরে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ারা-র পাড়া হাসনে এক জনসভায় বক্তব্য রাখবেন ৷ চিকম্যাঙ্গালোর এলাকার সফরও করবেন সঙ্গে সেখানকার মাঠেও যাবেন ৷ দেখা করবেন মঠ অধ্যক্ষের সঙ্গেও ৷ ১৯৭৭ এর জরুরি অবস্থার পর ইন্দিরা গান্ধি ১৯৭৮ লোকসভা নির্বাচনে চিকম্যাঙ্গালোর আসন থেকে বিজয়ী হয়ে লোকসভায় পা রেখেছিলেন ৷