TRENDING:

এ বার মনোনয়ন জমা দেওয়ার ব্যাপারে আগাম প্রস্ততি নিচ্ছে সিপিএম, বর্ধমানে বললেন প্রকাশ কারাত

Last Updated:

এ দিন বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে প্রয়াত সিপিএম নেতা নিরুপম সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: সিপিএম আপাতত গ্রামীণ এলাকায় ঘরে বসে থাকা কর্মীদের বের করে আনার ওপর জোর দিচ্ছে। তাদের অনেককেই জোর করে ভয় দেখিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। সেই সব কর্মীদের গণতান্ত্রিক পদ্ধতিতে বের করে আনা, তাদেরকে দিয়ে কাজ শুরু করার ওপরেই জোর দেওয়া হচ্ছে। সোমবার বর্ধমানে এই মন্তব্য করলেন সিপিএমের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রকাশ কারাত।
advertisement

এ দিন বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে প্রয়াত সিপিএম নেতা নিরুপম সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সেই স্মরণ সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রকাশ কারাত। বক্তব্যের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের রণকৌশল কী হবে জানতে চাওয়া হলে সিপিএমের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রকাশ করাত বলেন, আপাতত আমরা গ্রামীণ এলাকায় মানুষের কাছে পৌঁছানোর ওপর জোর দিচ্ছি। নভেম্বর মাস থেকেই জোরকদমে সেই কাজ শুরু করা হয়েছে। আমাদের অনেক কর্মী সন্ত্রাসের ভয়ে বসে গিয়েছেন। তাদের বার করে আনার চেষ্টা চলছে। রাজনৈতিক নানান কর্মসূচির মধ্য দিয়ে গ্রামের মানুষের কাছে পৌঁছাতে চাইছি আমরা। আপাতত সব পঞ্চায়েতে, সব বুথে পৌঁছে যাওয়া, সেখানে সংগঠন মজবুত করার জন্য যা যা করণীয় তা করার কর্মসূচি নেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়েই 'দিদির সুরক্ষাকবচ'? বিজেপিকে খোঁচা দিয়েই জবাব মমতার

আরও পড়ুন: 'প্রধানমন্ত্রীর মা মারা গেছেন, এ নিয়ে মন্তব্য করব না', হঠাৎ কেন বললেন মমতা?

তিনি বলেন, গতবার পঞ্চায়েত নির্বাচনে বেশিরভাগ এলাকাতেই আমাদের কর্মীদের মনোনয়ন পর্যন্ত পেশ করতে দেওয়া হয়নি। প্রশাসনিক অফিসে গিয়েও তারা মনোনয়ন পত্র জমা দিতে পারেননি। তাদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি  এ বার যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে আমরা প্রস্তুতি নিচ্ছি। রাজনৈতিকভাবে তার মোকাবিলা করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে সরাসরি কোনও মন্তব্য করেননি প্রকাশ কারাত। তিনি বলেন, সামনে এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তারপর দেশজুড়ে লোকসভা নির্বাচন হবে। এক এক রাজ্যে পরিস্থিতি এক এক রকম। অনেক রাজ্যে আঞ্চলিক দলগুলি শক্তিশালী। তাদের সঙ্গেও জোটের ব্যাপারে ভাবনা-চিন্তা রয়েছে। তবে আমরা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলগুলি সঙ্গে জোট করার চেষ্টা করব।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
এ বার মনোনয়ন জমা দেওয়ার ব্যাপারে আগাম প্রস্ততি নিচ্ছে সিপিএম, বর্ধমানে বললেন প্রকাশ কারাত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল