TRENDING:

Prajwal Revanna Case: অনেক হয়েছে! এবার ভোগো নিজের কুকর্মের চরম শাস্তি, ধর্ষণ মামলায় অভিযুক্ত প্রাক্তন সাংসদের জেলের ভিতরের প্রথম দিন ছিল দুঃসহ

Last Updated:

Prajwal Revanna Case: সূত্রের খবর, সাজার প্রথম দিনে প্রজ্বলকে খুব অস্থির দেখাচ্ছিল এবং সারা রাত ঘুমাতে পারেননি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত ধর্ষণ মামলায় প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আদালত তাকে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করেছে এবং জরিমানাও করেছে। সাজা ঘোষণার পর প্রজ্বল রেভান্নাকে পারাপ্পানা অগ্রহারা কারাগারে বন্দিদের ব্যারাকে পাঠানো হয়।
বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত ধর্ষণ মামলায় প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে
বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত ধর্ষণ মামলায় প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে
advertisement

বন্দি নং ১৫৫২৮…

জেলে তো তার আর নিজের নাম নেই তার পরিচিতি – বন্দি নং ১৫৫২৮। জেলের নিয়ম অনুসারে, তাকে একটি সাদা বড়সড় আলখাল্লা জাতীয় পোশাক দেওয়া হয়েছিল, যা দোষী সাব্যস্ত বন্দিদের পরতে হয়। সূত্রের খবর, সাজার প্রথম দিনে প্রজ্বলকে খুব অস্থির দেখাচ্ছিল এবং সারা রাত ঘুমাতে পারেননি।

আরও পড়ুন – India China Indonesia: চিনের উঠোনের সবচেয়ে ‘পাওয়ারফুল প্লেয়ার’- ব্রাহ্মোস মিসাইলের প্রথম খরিদার, সাউথ চায়না সিতে ভারতের স্পেশাল পার্টনার

advertisement

সকাল শুরু হয় একজন সাধারণ বন্দির মতো জীবন শুরু হয়৷  ৩ অগাস্ট সকালে, প্রজ্বলের রুটিন ছিল একজন সাধারণ বন্দির মতোই। তার দৈনন্দিন কাজকর্ম শেষ করে সে চুপচাপ বসে রইল। কারা প্রশাসন তাকে খাবারে নোনতা আভালাক্কি দিল। এটি এক ধরণের শুকনো পোহা, যা সেখানে বন্দিদের দেওয়া হয়।

প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করতে হবে

advertisement

এখন প্রজ্জ্বলকে জেলে প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করতে হবে। জেলের নিয়ম অনুসারে, তাকে বিভিন্ন কাজের মধ্যে একটি বেছে নিতে হবে – যেমন বেকারিতে কাজ করা, বাগান করা, সবজি চাষ করা, দুধের খামারে কাজ করা, হস্তশিল্প তৈরি করা বা কাঠের কাজ (ছুতোর কাজ)।

বাকি কয়েদিরা যেরকম তাদের কাজের বিনিময়ে নামমাত্র বেতন পাবে। প্রাথমিকভাবে, তাদেরকে অদক্ষ কর্মী হিসেবে বিবেচনা করা হবে এবং বিনিময়ে তারা প্রতি মাসে ৫২৪ টাকা পাবে। যদি তারা ভাল কাজ করে, তাহলে এক বছর পর তাদের আধা-দক্ষ এবং তারপর দক্ষ বন্দী বিভাগে উন্নীত করা যেতে পারে, যার ফলে সেখানে তাদের বেতনও বৃদ্ধি পাবে।

advertisement

ভুক্তভোগী ক্ষতিপূরণ পাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আদালত প্রজ্বালকে ১১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করেছে। এই জরিমানার মধ্যে ১১ লক্ষ ২৫ হাজার টাকা ভুক্তভোগীকে দেওয়া হবে। ভুক্তভোগীকে সাহায্য এবং ন্যায়বিচার হিসেবে এই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Prajwal Revanna Case: অনেক হয়েছে! এবার ভোগো নিজের কুকর্মের চরম শাস্তি, ধর্ষণ মামলায় অভিযুক্ত প্রাক্তন সাংসদের জেলের ভিতরের প্রথম দিন ছিল দুঃসহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল