TRENDING:

Asansol: নিখোঁজ সাংসদ- বিধায়ক, দু' দিনে পড়ল দুই পোস্টার! ছট পুজোর আগে সরগরম আসানসোল

Last Updated:

অগ্নিমিত্রা পালের আগে অবশ্য আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার নামেও কুলটি এলাকায় গতকাল একই ধরনের পোস্টার দেখা গিয়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দীপক শর্মা, আসানসোল: আসানসোলের সাংসদের পর এবার আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলের নিখোঁজ পোস্টার পড়ল এলাকায়।
শত্রুঘ্ন- অগ্নিমিত্রার নামে নিখোঁজ পোস্টার৷
শত্রুঘ্ন- অগ্নিমিত্রার নামে নিখোঁজ পোস্টার৷
advertisement

শুক্রবার এমনই ছবি দেখা গেল আসানসোলের গোপালপুর সংলগ্ন ফ্লাওয়ার মিলের রাস্তায়। পোস্টারকে কেন্দ্র করে স্বভাবতই শোরগোল পড়ে এলাকায়৷ পোস্টারে লেখা রয়েছে, 'অগ্নিমিত্রা পাল নিজের বিধানসভায় নিখোঁজ রয়েছেন। খুঁজলেও পাওয়া যায় না। যে খুঁজে দেবে ভগবান সূর্যদেবের আশীর্বাদ পাবে।'

আরও পড়ুন: খেলার মাঠেও বিপদ! নরেন্দ্রপুরে পাঁচ কিশোরকে লক্ষ্য করে বোমা মারল দুষ্কৃতীরা

advertisement

অগ্নিমিত্রা পালের আগে অবশ্য আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার নামেও কুলটি এলাকায় গতকাল একই ধরনের পোস্টার দেখা গিয়েছিল৷ সেই পোস্টারেও অভিযোগ করা হয়েছিল, আসানসোলের সাংসদকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷ 'বিহারীদের ছট পুজোর সময় বিহারী বাবুকেই খুঁজে পাওয়া যাচ্ছে না', এমন কটাক্ষও ছিল সেই পোস্টারে৷ সাংসদের নামে পোস্টার পড়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই পোস্টার পড়ল আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়কের বিরুদ্ধে৷

advertisement

অগ্নিমিত্রা পাল নিজে অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ৷ তাঁর জবাব, 'যাঁরা এসব করছেন একটু খোঁজখবর নিয়ে করুন৷' তৃণমূল নেতাদের অবশ্য দাবি, বিজেপি-র গোষ্ঠী কোন্দলের জেরেই এমন পোস্টার পড়েছে৷

তবে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার পাশেই দাঁড়িয়েছেন কলকাতার মেয়র এবং রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ তাঁর দাবি, শত্রুঘ্ন সিনহা নিয়মিতই আসানসোলে যান৷ রাজনৈতিক ভাবে প্রচারে আসার জন্যই বিরোধীরা এমন কাণ্ড ঘটিয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Asansol: নিখোঁজ সাংসদ- বিধায়ক, দু' দিনে পড়ল দুই পোস্টার! ছট পুজোর আগে সরগরম আসানসোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল