দোকানের মালিক পুলিশকে জানায়, ৩৫ বছরের এক ব্যক্তি শনিবার এসেছিলেন হায়দরাবাদের গাড়ি বিক্রির দোকানে ৷ নিজেকে অ্যাপোলোর ডাক্তার বলে পরিচয়ও দিয়েছিলেন ৷ নাম বলেন গৌতম রেড্ডি ! দোকানে অনেক ঘোরাফেরা করার পর পছন্দ করেন ২৫ লাখ টাকা দামি এক অডি গাড়ি ৷ গাড়িটা কিনেবন বলে একেবারে ঠিক করে নেন ৷ আর সেই মতো দোকানের লোকজনকে বলেন গাড়িটার টেষ্ট ড্রাইভে নিয়ে যাবেন ৷ আর এই টেষ্ট ড্রাইভ দিতে গিয়েই বিপত্তি ৷
advertisement
দোকানের লোকজন পুলিশকে জানিয়েছেন, টেস্ট ড্রাইভ নিয়ে ব্যক্তিটি অ্যাপোলো হাসপাতাল অবধি যায় ৷ সেখানে গিয়ে ড্রাইভারকে বলে, আমাকে গাড়িটা দিন আমি বন্ধুদের দেখিয়ে নিয়ে আসছি ৷ নিজে হাতে গাড়ি চালিয়ে অ্যাপোলো হাসপাতালের মধ্যে ঢোকে ওই ব্যক্তি, তবে আর তাঁকে ফিরতে দেখা যায় না ৷
চুরির অভিযোগে স্থানীয় থানায় অভিযোগ দায়ের হলেও, চোরের আসল পরিচয় নিয়ে ধন্দে রয়েছে পুলিশ ৷