TRENDING:

Crime News: শ্যুটিঙের নামে হোটেলঘরে নাবালিকাকে ধর্ষণ জনপ্রিয় ইউটিউবারের! ২০ বছরের কারাদণ্ড বামন কৌতুকাভিনেতার

Last Updated:

Crime News:মামলাটি ২০২০ সালের সেপ্টেম্বরের, যখন অগ্রোহা এলাকার একটি গ্রামের এক নাবালিকার মা পুলিশে অভিযোগ দায়ের করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হরিয়ানা: বিনোদন জগতে আলোড়ন সৃষ্টিকারী একটি মামলায়, বিখ্যাত বামন কৌতুকাভিনেতা দর্শনকে এক নাবালিকাকে ধর্ষণের দায়ে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার হিসারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিজে) সুনীল জিন্দালের আদালত এই রায় ঘোষণা করা হয়। হরিয়ানার বাসিন্দা দর্শনকে ১১ মার্চ দোষী সাব্যস্ত করা হয় এবং তখন থেকে সে পুলিশ হেফাজতে রয়েছে। তাকে পকসো আইনের অধীনে ২০ বছরের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা, ৩৬৩ ধারার অধীনে তিন বছরের কারাদণ্ড এবং ৫,০০০ টাকা জরিমানা, ৩৪৩ ধারার অধীনে এক বছরের কারাদণ্ড এবং ১,০০০ টাকা জরিমানা এবং ৫০৬ ধারার অধীনে দুই বছরের কারাদণ্ড এবং ১,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
দোষী সাব্যস্ত কৌতুকাভিনেতা দর্শন
দোষী সাব্যস্ত কৌতুকাভিনেতা দর্শন
advertisement

মামলাটি ২০২০ সালের সেপ্টেম্বরের, যখন অগ্রোহা এলাকার একটি গ্রামের এক নাবালিকার মা পুলিশে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, ইউটিউবে তার কমেডি ভিডিওর জন্য পরিচিত দর্শন তার একটি ভিডিওতে অভিনয়ের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতিতে মেয়েটিকে ফাঁদে ফেলেছিল। ধর্ষিতার আইনজীবী রেখা মিত্তলের দাবি, দর্শন ২০২০ সালের ২১শে সেপ্টেম্বর নাবালিকার সঙ্গে যোগাযোগ করে এবং তাকে ভিডিও শ্যুটের জন্য আসতে বলে। ভিডিও শ্যুটের পর, নাবালিকাকে চণ্ডীগড় যেতে বলে দর্শন। যখন এই প্রস্তাবে সে অস্বীকার করে, তখন দর্শন তাকে হুমকি দেয়, যা মেয়েটিকে ভীত করে তোলে। দর্শন তার ভাইয়ের সঙ্গে তাকে তার বাইকে চণ্ডীগড়ে নিয়ে যায়৷ যেখানে সে একটি হোটেলের ঘরে তাকে ধর্ষণ করে।

advertisement

আরও পড়ুন : যত খুশি ভাত আর আলু খান এই ভাবে! চলবে পাউরুটি-কলাও! একফোঁটাও বাড়বে না ব্লাড সুগার! শুধু জানুন সঠিক ‘নিয়ম’!

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

নাবালিকাকে প্রাপ্তবয়স্ক হিসেবে দেখানোর জন্য আরও জাল নথি তৈরি করে দর্শন৷ পরে মেয়েটি বাড়ি ফিরে তার মাকে তার সমস্ত অভিজ্ঞতা বর্ণনা করে৷ তার অভিযোগের ভিত্তিতে দর্শনকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জামিন পেলেও, দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ড এবং জরিমানা ছাড়াও, আদালত দর্শনকে নির্যাতিতাকে ২,০০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: শ্যুটিঙের নামে হোটেলঘরে নাবালিকাকে ধর্ষণ জনপ্রিয় ইউটিউবারের! ২০ বছরের কারাদণ্ড বামন কৌতুকাভিনেতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল