TRENDING:

পুলকার মালিকের বিরুদ্ধে এফআইআর করলেন ঋষভের বাবা

Last Updated:

পোলবা পুলকার দুর্ঘটনার পর সন্তোষ সিং জানতে পারেন, তাঁর ছেলেকে নিয়ে গিয়ে শামিম অন্য গাড়িতে তুলে দিত। যে গাড়িটি সেদিন দুর্ঘটনার কবলে পড়ে। গ্রিন করিডর করে নিয়ে যাওয়া থেকে ঋষভকে বাঁচানোর সব রকম চেষ্টা ব্যর্থ হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীরামপুর:  মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলকার মালিক শামিম আখতারের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন নিহত ছাত্র ঋষভ সিংয়ের বাবা। শামিম প্রতিদিন ঋষভকে তার বাড়ি থেকে পুলকারে তুলে চুঁচুড়ার স্কুলে নিয়ে যেত। এমনটাই জানতেন ঋষভের বাবা সন্তোষ সিং।
advertisement

পোলবা পুলকার দুর্ঘটনার পর সন্তোষ সিং জানতে পারেন, তাঁর ছেলেকে নিয়ে গিয়ে শামিম অন্য গাড়িতে তুলে দিত। যে গাড়িটি সেদিন দুর্ঘটনার কবলে পড়ে। গ্রিন করিডর করে নিয়ে যাওয়া থেকে ঋষভকে বাঁচানোর সব রকম চেষ্টা ব্যর্থ হয়।

শোকার্ত সন্তোষ সিংকে সমবেদনা জানাতে গত ২৪ তারিখ ফোন করেন মুখ্যমন্ত্রী৷ পুলকার সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতেও বলেন তিনি। সেই মতো সন্তোষ সিং শ্রীরামপুর থানায় শামিমের বিরুদ্ধে ৪২০/৪০৭ ধারায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ দায়ের করেন। পুলকার কাণ্ডে শামিম আখতার ও তাঁর সহযোগী পবিত্র দাসকে আগেই গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় পোলবা থানার পুলিশ।

advertisement

গত শনিবার ভোরে এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ঋষভ। শুক্রবারই হাসপাতালের তরফে জানানো হয়েছিল, ঋষভের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে৷ ১৪ ফেব্রুয়ারি হুগলির পোলবায় পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় নয়ানজুলিতে। সেই ঘটনায় গুরুতর আহত হয়েছিল দ্বিতীয় শ্রেণির দুই ছাত্র দিব্যাংশু ভগত ও ঋষভ সিং। গ্রিন করিডর তৈরি করে ওই দু জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
পুলকার মালিকের বিরুদ্ধে এফআইআর করলেন ঋষভের বাবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল