পোলবা পুলকার দুর্ঘটনার পর সন্তোষ সিং জানতে পারেন, তাঁর ছেলেকে নিয়ে গিয়ে শামিম অন্য গাড়িতে তুলে দিত। যে গাড়িটি সেদিন দুর্ঘটনার কবলে পড়ে। গ্রিন করিডর করে নিয়ে যাওয়া থেকে ঋষভকে বাঁচানোর সব রকম চেষ্টা ব্যর্থ হয়।
শোকার্ত সন্তোষ সিংকে সমবেদনা জানাতে গত ২৪ তারিখ ফোন করেন মুখ্যমন্ত্রী৷ পুলকার সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতেও বলেন তিনি। সেই মতো সন্তোষ সিং শ্রীরামপুর থানায় শামিমের বিরুদ্ধে ৪২০/৪০৭ ধারায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ দায়ের করেন। পুলকার কাণ্ডে শামিম আখতার ও তাঁর সহযোগী পবিত্র দাসকে আগেই গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় পোলবা থানার পুলিশ।
advertisement
গত শনিবার ভোরে এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ঋষভ। শুক্রবারই হাসপাতালের তরফে জানানো হয়েছিল, ঋষভের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে৷ ১৪ ফেব্রুয়ারি হুগলির পোলবায় পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় নয়ানজুলিতে। সেই ঘটনায় গুরুতর আহত হয়েছিল দ্বিতীয় শ্রেণির দুই ছাত্র দিব্যাংশু ভগত ও ঋষভ সিং। গ্রিন করিডর তৈরি করে ওই দু জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
