TRENDING:

Chattisgarh Poll of Polls: ছত্তিশগড়ে ফিরছে কংগ্রেসই, কী বলছে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা?

Last Updated:

লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের নির্বাচনকে বলা হচ্ছে সেমি ফাইনাল৷ ফলে ভাল ফল করতে মরিয়া বিজেপি, কংগ্রেস দু দলই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: মধ্যপ্রদেশের ক্ষেত্রে কমবেশি সব বুথ ফেরত সমীক্ষাতেই এগিয়ে রাখা হয়েছে বিজেপি-কে৷ আবার রাজস্থানে তুল্যমূল্য লড়াইয়ের ইঙ্গিত৷ এই পরিস্থিতিতে বিভিন্ন সংবাদমাধ্যম এবং সমীক্ষক সংস্থার দাবি অনুযায়ী, কংগ্রেসকে স্বস্তি দিতে চলেছে ছত্তিশগড়৷ এখন পর্যন্ত ছত্তিশগড় বিধানসভা নির্বাচন নিয়ে হওয়া প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতেই কংগ্রেসকে এগিয়ে রাখা হয়েছে৷ তবে একই সঙ্গে বলতে হচ্ছে, খুব বেশি পিছিয়ে নিয়েই বিজেপি-ও৷
ছত্তীসগড়ে ফিরছে কংগ্রেস?
ছত্তীসগড়ে ফিরছে কংগ্রেস?
advertisement

ছত্তিশগড় বিধানসভায় লড়াই ৯০টি আসনে৷ প্রথমসারির প্রতিটি বুথ ফেরত সমীক্ষক সংস্থার এক্সিট পোলেই এগিয়ে রাখা হয়েছে কংগ্রেসকে৷

এক নজরে দেখে নেওয়া যাক কোন বুথ ফেরত সমীক্ষায় কোন দলকে কতগুলি আসন দেওয়া হয়েছে-

সমীক্ষক সংস্থা কংগ্রেস বিজেপি অন্যান্য
জন কী বাত ৪২-৫৩ ৩৪-৪৫
সি ভোটার ৪১-৫৩ ৩৬-৪৮ ০-৪
সিএনএক্স ৪৬-৫৬ ৩০-৪০ ৩-৫
অ্যাক্সিস মাই ইন্ডিয়া ৪০-৫০ ৩৬-৪৬ ১-৫
ইটিজি ৪৮-৫৬ ৩২-৪০ ২-৪
ম্যাট্রিজ ৪৪-৫২ ৩৪-৪২ ০-২
টুডেস চাণক্য ৫৭ ৩৩

advertisement

লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের নির্বাচনকে বলা হচ্ছে সেমি ফাইনাল৷ ফলে ভাল ফল করতে মরিয়া বিজেপি, কংগ্রেস দু দলই৷ তার মধ্যে রাজনৈতিকভাবে  সবথেকে গুরুত্বপূর্ণ মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা এবং ছত্তিশগড়ের ফলাফল৷ এ ছাড়াও ভোট হয়েছে মিজোরামে৷ যদিও উত্তর-পূর্বের রাজ্যটিতে বিজেপি অথবা কংগ্রেস কেউই দাগ কাটতে পারবে না বলেই প্রায় সব বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অতীতেও বহুক্ষেত্রে বুথ ফেরত সমীক্ষার ফল মিথ্যে প্রমাণিত হয়েছে৷ এবার কী হয়, তা জানা যাবে আগামী রবিবার৷

বাংলা খবর/ খবর/দেশ/
Chattisgarh Poll of Polls: ছত্তিশগড়ে ফিরছে কংগ্রেসই, কী বলছে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল