শুক্রবার মাদুরাই লাগোয়া ডিন্ডিগুল জেলা থেকে অঙ্কিত তিওয়ারি নামে এক ইডি অফিসারকে ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়া অভিযোগে গ্রেফতার করে তামিলনাড়ু সরকারের দুর্নীতি দমন শাখার অফিসাররা৷ ধৃত ইডি অফিসারের বিরুদ্ধে একটি সঙ্গতিবিহীন আয়ের মামলা ধামাচাপা দেওয়ার বিনিময়ে ১ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে৷ ১ কোটি টাকা চাইলেও শেষ ৫১ লক্ষ টাকায় রফা হয়৷ ওই টাকারই একাংশ নেওয়ার সময় আজ অভিযুক্ত ইডি অফিসারকে ফাঁদ পেতে ধরে তামিলনাড়ুর দুর্নীতি দমন শাখার অফিসাররা৷
advertisement
আরও পড়ুন: ‘হুমকির’ চাপেই খাস কলকাতায় বন্ধ বিশ্ববিদ্যালয়? কী বললেন ব্রাত্য বসু? বড় ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
এই প্রথমবার তামিলনাড়ুতে কোনও ইডি অফিসার গ্রেফতার হলেন৷ পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, ধৃত ইডি আধিকারিক এ ভাবেই হুমকি দিয়ে অনেকের থেকে ঘুষ নিয়েছেন৷ সেই টাকা মাদুরাই এবং চেন্নাইয়ে নিজের দফতরের সহকর্মীদের সঙ্গে ভাগ করে নেওয়ারও অভিযোগ উঠেছে ওই ইডি কর্তার বিরুদ্ধে৷ সেই কারণেই মাদুরাই এবং চেন্নাইয়ে ইডি-র অফিসে রাজ্য পুলিশ তল্লাশি চালাবে বলে খবর৷
ইতিমধ্যেই অবৈধ বালি উত্তোলন মামলার তদন্তকে কেন্দ্র করে তামিলনাড়ু সরকার এবং ইডি-র সংঘাত চরমে পৌঁছেছে৷ পাঁচ জন জেলাশাসককে তলব করেছে ইডি৷ যার তীব্র বিরোধিতা করেছে রাজ্য৷ বিষয়টি আদালতেও গড়িয়েছে৷ রাজ্য সরকারকে কিছুটা স্বস্তি দিয়ে অবশ্য ওই পাঁচ জেলাশাসকের হাজিরার উপরে স্থগিতাদেশ জারি করেছে মাদ্রাজ হাইকোর্ট৷ তবে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷
বিরোধী শাসিত রাজ্যগুলিতে কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে সংঘাত অবশ্য নতুন কিছু নয়৷ পশ্চিমবঙ্গ, দিল্লির মতো তামিলনাড়ুতেও ছবিটা একই৷ সেখানে অবশ্য ইডি অফিসারের গ্রেফতারিতে বিষয়টি অন্য মাত্রা পেয়েছে৷