TRENDING:

Bengaluru murder update: বেঙ্গালুরুর যুবতীর দেহ ৫০ টুকরো করা খুনি লুকিয়ে বাংলায়? তদন্তে চাঞ্চল্যকর মোড়

Last Updated:

গত শনিবার বেঙ্গালুরুর ভিয়ালিকাভাল এলাকার একটি ফ্ল্যাটের ভিতরে ফ্রিজ থেকে উদ্ধার হয়  ২৯ বছর বয়সি এক যুবতীর টুকরো টুকরো করা দেহাংশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে মহিলাকে খুন করে দেহাংশ ফ্রিজে ভরে রাখার ঘটনায় এবার বাংলার যোগ? এমনই চাঞ্চল্যকর দাবি করলেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরম৷ তাঁর দাবি, বেঙ্গালুরুর এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে ইতিমধ্যেই একজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছে পুলিশ৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই অভিযুক্ত পশ্চিমবঙ্গেই লুকিয়ে আছে৷ তবে ওই অভিযুক্ত ওড়িশার বাসিন্দা বলেই বেঙ্গালুরু পুলিশ সূত্রে খবর৷
নিহত মহালক্ষ্মী দাস৷
নিহত মহালক্ষ্মী দাস৷
advertisement

গত শনিবার বেঙ্গালুরুর ভিয়ালিকাভাল এলাকার একটি ফ্ল্যাটের ভিতরে ফ্রিজ থেকে উদ্ধার হয়  ২৯ বছর বয়সি এক যুবতীর টুকরো টুকরো করা দেহাংশ৷ নিহত ওই মহিলার নাম মহালক্ষ্মী দাস৷ বেঙ্গালুরুর পরিবার আদতে নেপালের বাসিন্দা হলেও প্রায় ৩৫ বছর আগে তারা কর্ণাটকে চলে এসে থাকতে শুরু করে৷ মহালক্ষ্মীর জন্মও বেঙ্গালুরুতেই৷  বিবাহিত হলেও স্বামীর সঙ্গে অশান্তির জেরে ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে  থাকতেন মহালক্ষ্মী৷ একটি মলে কাজ করতেন তিনি৷ প্রাথমিক ভাবে এই ঘটনায় নিহতের লিভ ইন পার্টনারকেই সন্দেহ করছে পুলিশ৷

advertisement

আরও পড়ুন: কলকাতা জিপিও-র মহিলা বাথরুমে লুকিয়ে সহকর্মীর ভিডিও, হাতেনাতে ধৃত অস্থায়ী কর্মী!

কতদিন আগে মহালক্ষ্মীকে খুন করে ফ্রিজে দেহাংশ রাখা হয়েছিল তা এখনও স্পষ্ট নয়৷ কারণ ওই যুবতীর দেহাংশে পচন ধরে গিয়েছিল৷ ফ্রিজের ভিতর থেকে মহালক্ষ্মীর দেহের ৫৯টি টুকরো উদ্ধার করে পুলিশ৷ দু দিন ধরে পচা গন্ধ পাওয়ার পর প্রতিবেশীরা বিষয়টি ফ্ল্যাটের মালিককে জানান৷ শনিবার মহালক্ষ্মীর মা এবং বোনকে নিয়ে ফ্ল্যাটের ভিতরে ঢোকেন ফ্ল্যাট মালিক৷ তখনই ফ্রিজের ভিতর থেকে ওই যুবতীর দেহাংশ উদ্ধার হয়৷

advertisement

সোমবার কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘তদন্ত চলছে, ফলে এখনই আমি বেশি কিছু বলতে পারব না৷ তবে মূল অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে৷ মনে করা হচ্ছে অভিযুক্ত পশ্চিমবঙ্গের কোথাও লুকিয়ে আছে৷’

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পুলিশ জানতে পেরেছে, মহালক্ষ্মী এবং তাঁর স্বামী হেমন্ত দাসের মধ্যে অনেক দিন ধরেই গন্ডগোল চলছিল৷ গত ফেব্রুয়ারি মাসে হেমন্তের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ আনেন মহালক্ষ্মী৷ পাল্টা হেমন্ত অভিযোগ করেন, তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে৷ দু পক্ষের পরিবারের সদস্যরা মিলে দু জনের মিটমাট করে দেওয়ার চেষ্টাও করেছিলেন৷ মহালক্ষ্মী খুন হওয়ার পর তাঁর স্বামী হেমন্ত পুলিশকে সন্দেহভাজন এক যুবকের কথা জানিয়েছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru murder update: বেঙ্গালুরুর যুবতীর দেহ ৫০ টুকরো করা খুনি লুকিয়ে বাংলায়? তদন্তে চাঞ্চল্যকর মোড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল