TRENDING:

JNU পড়ুয়াদের সংসদ অভিযান, তিনটি ব্যারিকেড ভাঙতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

Last Updated:

পুলিশি নিরাপত্তার তিনটি স্তর পার হয়ে যেতেই মিছিল আটকায় পুলিশ৷ পড়ুয়াদের অভিযোগ শুনতে হাইপাওয়ার কমিটি গঠন করেছে কেন্দ্র৷ জেএনইউ কর্তৃপক্ষ ও পড়ুয়াদের সঙ্গে কথা বলবে এই কমিটি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বর্ধিত হস্টেল ফি পুরোপুরি প্রত্যাহারের দাবিতে এ বার সংসদ অভিযানে করলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার ছাত্র-ছাত্রী৷ সোমবার তাঁরা বিশ্ববিদ্যালয় থেকে মার্চ করে সংসদের দিকে যাত্রা শুরু করেন৷ পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলতেই শুরু হয় উত্তেজনা৷ পুলিশের ধস্তাধস্তি শুরু হয় পড়ুয়াদের৷ বেশ কয়েকজন পড়ুয়াকে আটক করা হয়েছে৷ জারি করা হয়েছে ১৪৪ ধারা৷ ক্যাম্পাস গেট থেকে ১ কিমি দূরেই মিছিল আটকে দেয় পুলিশ৷
advertisement

advertisement

পুলিশি নিরাপত্তার তিনটি স্তর পার হয়ে যেতেই মিছিল আটকায় পুলিশ৷ পড়ুয়াদের অভিযোগ শুনতে হাইপাওয়ার কমিটি গঠন করেছে কেন্দ্র৷ জেএনইউ কর্তৃপক্ষ ও পড়ুয়াদের সঙ্গে কথা বলবে এই কমিটি৷ বিক্ষোভরত এক পড়ুয়ার কথায়, 'আমাদের অনেককেই আটক করেছে৷ আমরা জানি না, পুলিশ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে৷' পুলিশ, সিআরপিএফ ছাড়াও জল কামান নামানো হয়েছে৷

advertisement

জেএনইউ-এ বিক্ষোভরত পড়ুয়াকে আটক করছে পুলিশ

পুলিশের পাশাপাশি সিআরপিএফ জওয়ানদেরো নামানো হয়েছে নিরাপত্তায়৷ ট্যুইটারে সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাত লিখেছেন, 'জেএনইউ-কে সিজ করা হয়েছে৷ এত বিশাল বাহিনী তো জরুরি অবস্থার সময়ও দেখা যায়নি৷ একটি শান্তিপূর্ণ মিছিলকে জোর করে পুলিশ আটকে দিল৷'

advertisement

জেএনইউ-এ বিক্ষোভরত পড়ুয়াকে আটক করছে পুলিশ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হস্টেল ফি বৃদ্ধি নিয়ে পড়ুয়াদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরোধ তুঙ্গে। জেএনইউ কর্তৃপক্ষের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি মাসে ১৭০০ টাকা করে সার্ভিস চার্জ দিতে হত প্রত্যেক পড়ুয়াকে৷ আগে এই চার্জ ছিল না৷ হস্টেলের সিঙ্গল রুমের ভাড়া ২০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬০০ টাকা৷ ডাবল রুমের ভাড়া ১০ টাকা থেকে বেড়ে ৩০০ টাকা হয়৷ জেএনইউ ছাত্র সংসদের বক্তব্য, প্রায় ৩০০ শতাংশ ফি বৃদ্ধিতে অনেক পড়ুয়া বিপাকে পড়বেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
JNU পড়ুয়াদের সংসদ অভিযান, তিনটি ব্যারিকেড ভাঙতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি