advertisement
পুলিশি নিরাপত্তার তিনটি স্তর পার হয়ে যেতেই মিছিল আটকায় পুলিশ৷ পড়ুয়াদের অভিযোগ শুনতে হাইপাওয়ার কমিটি গঠন করেছে কেন্দ্র৷ জেএনইউ কর্তৃপক্ষ ও পড়ুয়াদের সঙ্গে কথা বলবে এই কমিটি৷ বিক্ষোভরত এক পড়ুয়ার কথায়, 'আমাদের অনেককেই আটক করেছে৷ আমরা জানি না, পুলিশ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে৷' পুলিশ, সিআরপিএফ ছাড়াও জল কামান নামানো হয়েছে৷
পুলিশের পাশাপাশি সিআরপিএফ জওয়ানদেরো নামানো হয়েছে নিরাপত্তায়৷ ট্যুইটারে সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাত লিখেছেন, 'জেএনইউ-কে সিজ করা হয়েছে৷ এত বিশাল বাহিনী তো জরুরি অবস্থার সময়ও দেখা যায়নি৷ একটি শান্তিপূর্ণ মিছিলকে জোর করে পুলিশ আটকে দিল৷'
হস্টেল ফি বৃদ্ধি নিয়ে পড়ুয়াদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরোধ তুঙ্গে। জেএনইউ কর্তৃপক্ষের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি মাসে ১৭০০ টাকা করে সার্ভিস চার্জ দিতে হত প্রত্যেক পড়ুয়াকে৷ আগে এই চার্জ ছিল না৷ হস্টেলের সিঙ্গল রুমের ভাড়া ২০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬০০ টাকা৷ ডাবল রুমের ভাড়া ১০ টাকা থেকে বেড়ে ৩০০ টাকা হয়৷ জেএনইউ ছাত্র সংসদের বক্তব্য, প্রায় ৩০০ শতাংশ ফি বৃদ্ধিতে অনেক পড়ুয়া বিপাকে পড়বেন।