TRENDING:

রেপ-এর অভিযোগ তুলতে গিয়েছিলেন, 'রাগে' পুলিশই রেপ করল মেয়েটিকে!

Last Updated:

এরপরই কর্তব্যরত সাব-ইন্সস্পেক্টর গঞ্জারি তাঁকে বলে, তিনি তাঁর বন্ধুর বিরুদ্ধে অভিযোগ তুলে নেবেন৷ তবে ১৬ অগাস্ট রাজনোলি বাইপাসে তাকে দেখা করতে হবে পার্সোনালি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#থানে: বন্ধু ধর্ষণ করেছে৷ এই অভিযোগ নিয়েই থানায় গিয়েছিলেন তরুণী৷ অভিযোগ দায়েরও করেছিলেন৷ কিন্ত‌ু কোনও কারণে পরে সেই অভিযোগ তিনি তুলে নিতে চান৷ পুলিশ অফিসার অভিযোগ তুলতে চায়নি৷ উল্টে ওই তরুণীকে ধর্ষণ করল পুলিশ৷ ঘটনাটি ঘটেছে থানের কনগাঁও থানা এলাকায়৷ অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বছর ২৩-এর ওই তরুণী৷
advertisement

অভিযোগে তিনি জানিয়েছেন, কয়েক দিন আগে তাঁর এক বন্ধুর বিরুদ্ধে মুম্বইয়ের মনকুর্দ পুলিশ স্টেশনে ধর্ষণের লিখিত অভিযোগ করেন তিনি৷ সেই অভিযোগ স্থানান্তর করা হয় ভিওয়ান্ডিতে শান্তি নগর পুলিশ স্টেশনে৷ পরে ওই মহিলা বন্ধুর বিরুদ্ধে করা ধর্ষণের অভিযোগ তুলতে যান৷

কিন্ত‌ু আশ্চর্যজনক ভাবে যুবতীকে অভিযোগ তুলতে বাধা দেয় পুলিশ অফিসার৷ যুবতী জোর করেন, অভিযোগ তোলার জন্য৷ এরপরই কর্তব্যরত সাব-ইন্সস্পেক্টর গঞ্জারি তাঁকে বলে, তিনি তাঁর বন্ধুর বিরুদ্ধে অভিযোগ তুলে নেবেন৷ তবে ১৬ অগাস্ট রাজনোলি বাইপাসে তাকে দেখা করতে হবে পার্সোনালি৷

advertisement

যুবতী ওই সাব-ইন্সস্পেক্টরের সঙ্গে দেখা করেন৷ অভিযোগ, সেখান থেকে ওই যুবতীকে পুলিশটি নিয়ে যান কল্যাণে একটি গেস্ট হাউসে৷ সেখানেই তাঁকে ধর্ষণ করে৷ গত ২১ নভেম্বর ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে কনগাঁও থানায় এফআইআর দায়ের করেছেন তরুণী৷ ঘটনার তদন্ত চলছে৷

আরও ভিডিও: দেখুন, ভাইজাগ-এর রাস্তায় প্রকাশ্যে চলছে ধর্ষণ, এগিয়ে আসছে না কেউ!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
রেপ-এর অভিযোগ তুলতে গিয়েছিলেন, 'রাগে' পুলিশই রেপ করল মেয়েটিকে!