জানা গিয়েছে, শনিবার রাতে বালি পাচারের খবর পেয়ে দুই কনস্টেবলকে নিয়ে দুষ্কৃতীদের ধরতে হানা দেন মহেন্দ্র। পুলিশ আসছে দেখেই বালি মাফিয়ারা আক্রমণ করে। পুলিশের সংখ্যাও ছিল কম। বালি মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেও শেষরক্ষা হয়নি।
আরও পড়ুন: AC-র ব্যবহারে সবাইকে টপকে কোন রাজ্য রয়েছে শীর্ষে? বাংলা নয় কিন্তু, তাহলে? নামটা জাস্ট চমকে দেবে
advertisement
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুলিশকর্মীদের তাড়া করতে গিয়ে এক বালি মাফিয়া মহেন্দ্রকে ট্র্যাক্টর দিয়ে ধাক্কা মারে। মাটিতে পড়ে যায় ওই সাব ইন্সপেক্টর। তখন তাঁকে পিষে দিয়ে চলে যায় ট্রাক্টর। দুই কনস্টেবল কোনও রকমে পালিয়ে প্রাণ বাঁচান। তাঁরাই ফোন করে থানায় গোটা বিষয়টি জানায়। পরে পুলিশের বড় বাহিনী এসে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। বাকিরা এখনও পলাতক।
ওই এলাকার বালি মাফিয়া বলে পরিচিত আশুতোষ সিং এবং তাঁর পুত্র সুরেন্দ্র সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এর আগেও ওই এলাকায় বালি পাচার রুখতে গিয়ে আক্রমণের মুখে পড়েছে পুলিশ। গত বছরের নভেম্বর মাসে রাজস্ব দফতরের এক অফিসারকেও এখানে ট্র্যাক্টর দিয়ে পিষে মারা হয়েছিল বলে অভিযোগ।