TRENDING:

Love Story: আলাপ ইনস্টাগ্রামে! প্রেমিককে বিয়ে করতে মেয়েকে নিয়ে হাজারিবাগের ছোট্ট গ্রামে হাজির পোল্যান্ডের তরুণী

Last Updated:

Love Story: আলাপ সোশ্যাল মিডিয়ায়৷ প্রথম দেখা ২০২১ সালে, ভারতেই৷ বন্ধুত্ব প্রেমে রূপান্তরিত হতে সময় লাগেনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সীমা-সচিন, অঞ্জু-নসরুল্লাহ-র পর এ বার বারবারা-শাদাব৷ ফের সমাজ মাধ্যমে ভাইরাল সীমান্ত পেরনো এক প্রেমকাহিনি৷ সুদূর পোল্যান্ড থেকে ভারতের ঝাড়খণ্ডে এসে পৌঁছেছেন বারবারা পোলক৷ তিনি বিয়ে করতে চান ঝাড়খণ্ডের হাজারিবাগের খুতরা গ্রামের যুবক শাদাবকে৷ তাঁদের আলাপ সোশ্যাল মিডিয়ায়৷ প্রথম দেখা ২০২১ সালে, ভারতেই৷ বন্ধুত্ব প্রেমে রূপান্তরিত হতে সময় লাগেনি৷ এ বার তাঁরা ঠিক করেছেন বিয়ে করবেন৷ হাজারিবাগে এসডিএম আদালতে আবেদনও করেছেন বিয়ের৷ বারবারার সঙ্গে আছেন তাঁর ৮ বছর বয়সি মেয়ে অ্যানা পোলক৷
তাঁরা ঠিক করেছেন বিয়ে করবেন
তাঁরা ঠিক করেছেন বিয়ে করবেন
advertisement

শাদাব জানিয়েছেন তিনি সারাজীবন কাটাতে চান বারবারার সঙ্গেই৷ জীবনের সব প্রতিকূলতায় পাশে থাকতে চান প্রেয়সীর৷ তাঁর মতে, জীবনে ভালবাসার কেউ না থাকলে সে জীবন সম্পূর্ণ হয় না৷ বারবারাই তাঁর জীবনে সেই ভালবাসা

ঝাড়খণ্ডের শাদাব মুম্বই গিয়ে অভিনয় করতে চান৷ তাঁর শখ ইনস্টাগ্রামে লাইভে আসা এবং রিলস তৈরি করা৷ এটাই না-পসন্দ বারবারার৷ তিনি বরং চান শাদাব হয় লেখাপড়া করুন বা চাকরি নিন৷ বারবারার স্বপ্ন, তিনি বিয়ের পর পোল্যান্ডে নিয়ে যাবেন শাদাবকে৷ সেখানেই চাকরি করবেন তিনি৷ মাঝে মাঝেই ভারতে আসবেন শাদাব৷ এতেও সম্মত বারবারা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শাদাবের সঙ্গে হাজারিবাগ ঘুরেছেন বারবারা৷ তবে অতিরিক্ত ভিড়ের জায়গা তাঁর পছন্দ নয়৷ তবে এছাড়া ভারত এবং তার ছোট্ট শহর হাজারিবাগকে খুবই ভাল লেগেছ বারবারার৷ জানিয়েছেন তিনি ট্যুরিস্ট ভিসায় ভারতে এসেছেন৷ ২০২৭ সাল পর্যন্ত সেই ভিসার মেয়াদ রয়েছে৷ তাঁর প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে বারবারার৷ পোল্যান্ডে একটি বেসরকারি অফিসে চাকরি করেন বারবারার প্রথম পক্ষের স্বামী৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Love Story: আলাপ ইনস্টাগ্রামে! প্রেমিককে বিয়ে করতে মেয়েকে নিয়ে হাজারিবাগের ছোট্ট গ্রামে হাজির পোল্যান্ডের তরুণী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল