দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত খবর অনুযায়ী, গত ১৩ অগাস্ট ওই মিটিং হয়েছে৷ মূলত দুটি বিষয়ে আলোচনা হয়েছে৷ প্রথমত, সংবিধানে ২৪৩K ও ২৪৩ZA ধারার সংশোধন করে গোটা দেশে একটিই নির্বাচন করা৷ দ্বিতীয়ত, পুরভোট ও পঞ্চায়েত ভোটের জন্যও নির্বাচন কমিশনের ভোটার তালিকা গ্রহণ করা৷ বৈঠকের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিন্সিপাল সেক্রেটারি পি কে মিশ্র৷
advertisement
এক দেশ, এক নির্বাচন-এর মানে প্রতি ৫ বছরে লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পুরভোট আলাদা করে না-করে একটি অভিন্ন ভোট হবে দেশজুড়ে৷ প্রধানমন্ত্রিত্বের প্রথম পর্যায়েই এই ধরনের নির্বাচনের পক্ষে সওয়াল করেছিলেন মোদি৷ ২০১৯ সালে লোকসভা ভোটের আগেও বিজেপি-র প্রতিশ্রুতিগুলির মধ্যে একটি ছিল, এক দেশ, এক নির্বাচন৷
একাধিক প্রতিষ্ঠান ও কমিটিও জানায়, এই ভাবে নির্বাচন হলে সময় ও খরচ-- দুই-ই বাঁচবে৷ যদিও নির্বাচন কমিশনের প্রাক্তন প্রধানের বক্তব্য, এই পরিবর্তন করতে হলে বিরাট ঐক্যমত হতে হবে, তা খুব একটা সহজ হবে না৷