হিন্দুশাস্ত্র মতে এদিন একটি গুরুত্বপূর্ণ দিন। পিতৃপুরুষের প্রতি আত্মার শান্তি কামনায় আজ তর্পণ করা হয়ে থাকে। এই দিনের পিতৃপক্ষের অবসানে, মাতৃপক্ষের সূচনা। হিন্দুশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, এই দিন এই নিয়ম রীতির মাধ্যমে পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যায়। পাশাপাশি এই দিনটিতে দেবী দুর্গার আগমনী বার্তা বহন করে আনে, যা সমগ্র হিন্দুধর্মের কাছে এক গভীর তাৎপর্যপূর্ণ দিন। এটি অশুভ শক্তির বিনাশ এবং শুভশক্তির আরাধনার একটি গুরুত্বপূর্ণ পর্যায়।
advertisement
প্রচলিত প্রথা অনুযায়ী, মহালয়ার দিনেও আঁকা হয় মায়ের চোখ। সেই চক্ষুদানের শেষ মুহূর্তের প্রস্তুতি। তৎপরতায় শিল্পীরা। মা দুর্গার ঐশ্বরিক আশীর্বাদ অটল শক্তি, স্থায়ী সুখ ও সুস্বাস্থ্য বয়ে আনুক, এটাই প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী মোদি। রবিবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা। দুর্গাপূজার পবিত্র দিনগুলি যতই এগিয়ে আসছে, আমাদের জীবন আলো এবং উদ্দেশ্যে ভরে উঠছে। মা দুর্গার ঐশ্বরিক আশীর্বাদ অটল শক্তি, স্থায়ী আনন্দ এবং চমৎকার স্বাস্থ্য বয়ে আনুক। পিতৃপক্ষের অবসানে সূচনা হয়ে গেল দেবীপক্ষের।
প্রচলিত প্রথা অনুযায়ী, মহালয়ার দিনেই আঁকা হয় মায়ের চোখ। অর্থাৎ চক্ষুদান করা হয় মাতৃপ্রতিমার। সেই চক্ষুদানের মাধ্যমেই শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোমর বেঁধে নেমে পড়েছেন শিল্পীরা। আজ ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতর সূত্রের খবর, আজ বিকাল ৫টায় নয়াদিল্লি থেকে দেশকে বার্তা দেবেন প্রধানমন্ত্রী। সোমবার থেকেই চালু হচ্ছে নেক্সট জেনারেশন জিএসটি। তার আগে দেশবাসীর উদ্দেশে কী বার্তা দেন প্রধানমন্ত্রী?