সোমবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে ওড়িশা পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ফণীর জেরে একেবারে ধুলিসাৎ হয়ে গিয়েছে গোটা রাজ্য ৷ ভেঙে পড়েছে ঘর-বাড়ি ৷ ক্ষতিগ্রস্থ হয়েছে চাষাবাদের জমি ৷ জোরকদমে চলছে উদ্ধারকাজ ৷ তবে, এহেন পরিস্থিতিতে ওডিশার পাশে রয়েছে কেন্দ্রীয় সরকার ৷
গত শুক্রবার সকাল আটটা নাগাদ পুরীর কাছে আছড়ে পড়ে ফণী ৷ ঝড়ের গতিবেগ ঘণ্টায় ২০৫ কিলোমিটার ৷ মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে যায় গোটা শহর ৷ ঝড়ের মুখে সব কিছু মুহূর্তের মধ্যে উড়ে যায় তাসের মতো ৷ ওডিশার ১১টি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ঝড়ের দাপটে ৷ এখনও পর্যন্ত ওডিশায় ৬ জনের মৃত্যুর খবর মিলেছে ৷ শুক্রবার দুপুরে ফণীর দাপটে ক্ষতিগ্রস্থ রাজ্যগুলিকে ১০০০ কোটি টাকা অগ্রিম ত্রাণ তহবিল ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 05, 2019 11:38 PM IST