গত ২৫ মার্চ দেশজোড়া লকডাউন শুরুর পরে এই নিয়ে পাঁচবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন মোদি৷ আজ অর্থাত্ সোমবারের বৈঠকে আলোচনার কেন্দ্র মূলত অর্থনীতিকে চাঙ্গা করার পদক্ষেপ৷ ১৭ মে-র পরে লকডাউন বাড়বে, নাকি উঠে যাবে, তা নিয়েও চলছে আলোচনা৷ সূত্রের খবর, ১৭ মে-র পরে শুধুমাত্র কন্টেইনমেন্ট জোনগুলিতে লকডাউন চলতে পারে৷
advertisement
বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ৷
স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪,২১৩ জন। যা এখনও পর্যন্ত এক দিনে সর্বোচ্চ। গত কয়েকদিনে দৈনিক যেখানে ২,০০০-এর বেশি করোনা আক্রান্তের হদিশ মিলছিল, গত ২৪ ঘণ্টায় তা একলাফে বেড়ে ৪,০০০ ছাড়িয়ে চলে গিয়েছে। এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬৭,১৫২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৯৭ জনের। এর জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২০৬। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ২০ হাজার ৯১৬।