TRENDING:

Cheetahs were released : জন্মদিনে কুনো জাতীয় উদ্যানে নামিবিয়া থেকে আসা চিতাদের উন্মুক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Last Updated:

Cheetahs were released : তিন অতিথিকে স্বাগত জানাল গোয়ালিয়র থেকে ১৬৫ কিমি দূরে শেওপুর জেলায় এই জাতীয় উদ্যান৷ আপাতত উদ্যানের স্পেশাল এনক্লোজারই নবাগত চতুষ্পদদের ঠিকানা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: জন্মদিনে অরণ্যের কোলে বন্যপ্রাণকে উন্মুক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নামিবিয়া থেকে আসা চিতাদের মধ্যে তিনটিকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের তৃণপ্রান্তরে উন্মুক্ত করলেন তিনি৷ তিন অতিথিকে স্বাগত জানাল গোয়ালিয়র থেকে ১৬৫ কিমি দূরে শেওপুর জেলায় এই জাতীয় উদ্যান৷ আপাতত উদ্যানের স্পেশাল এনক্লোজারই নবাগত চতুষ্পদদের ঠিকানা (Cheetahs were released)৷ তাদের উন্মুক্ত করার পর রীতিমতো পেশাদার ভঙ্গিতে তাদের ছবিও তোলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)৷
নামিবিয়া থেকে আসা চিতাদের মধ্যে তিনটিকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের তৃণপ্রান্তরে উন্মুক্ত করলেন তিনি
নামিবিয়া থেকে আসা চিতাদের মধ্যে তিনটিকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের তৃণপ্রান্তরে উন্মুক্ত করলেন তিনি
advertisement

শনিবার সকালে ভারতীয় সেনার তত্ত্বাবধানে বিশেষ বিমানে নামিবিয়া থেকে মোট আটটি চিতা এসে পৌঁছয় গোয়ালিয়র বিমানবন্দরে৷ তার পর সেখান থেকে ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টারে তাদের পাঠানো হয় কুনো জাতীয় উদ্যানে৷ প্রথমে ঠিক হয়েছিল তারা কুনো জাতীয় উদ্যানে পৌঁছবে ভারতীয় বায়ুসেনার চিনুক হেলিকপ্টারে৷ কিন্তু যদি শব্দের কারণে তাদের অসুবিধে হয়, সেকথা চিন্তা করে চিনুকের বদলে বেছে নেওয়া হয় এমআই-১৭ হেলিকপ্টার৷

advertisement

বিন্ধ্য পর্বতের উত্তর দিকে ৩৪৪.৬৮৬ বর্গকিমি এলাকা জুড়ে বিস্তৃত কুনো জাতীয় উদ্যানের নামকরণ করা হয়েছে চম্বলের শাখানদী কুনোর নদীর নামে৷ পর্যাপ্ত শিকার এবং দিগন্ত বিস্তৃত ঘাসজমির জন্য এই জাতীয় উদ্যানকে বেছে নেওয়া হয়েছে নবাগত চিতাদের নতুন ঠিকানা হিসেবে৷

আরও পড়ুন :  ৭০ বছর পর ভারতে এল বিরল চিতা, গোয়ালিয়র থেকে পৌঁছল কুনো জাতীয় উদ্যানে

advertisement

প্রসঙ্গত ভারতে একসময় বাস ছিল এশিয়াটিক চিতা-র৷ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের সংখ্যা ক্রমশ কমতে থাকে৷ ভারতে শেষ জীবিত চিতা মারা যায় আজকের ছত্তীসগঢ়ের কোরীয়া জেলায়৷ ১৯৫২ সালে পুরো প্রজাতি নিশ্চিহ্ন বা বিলুপ্ত হয়ে যায় এ দেশে৷ ৭০ বছর পর আবার ক্ষিপ্র ও দ্রুততম চতুষ্পদের পা পড়ল ভারতে৷ এই প্রকল্পে ভারতে চিতা পাঠানোর জন্য নামিবিয়া সরকারকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদি৷

advertisement

আরও পড়ুন :  শুধু চিতা নয়, মোদির জন্মদিনে বড় চমক সন্ধ্যায়! কী বিশেষ ঘোষণা হতে চলেছে, জেনে নিন বিস্তারিত

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে বিশেষজ্ঞদের সাবধানবাণী, নতুন পরিবেশে মানিয়ে নিতে সমস্যা হতে পারে নামিবিয়া থেকে আগত চিতাদের৷ তাছাড়া কুনো জাতীয় উদ্যানে ইতিমধ্যেই প্রচুর লেপার্ড বা চিতাবাঘ রয়েছে৷ বিলুপ্তপ্রায় চিতা সারা পৃথিবীতে বর্তমানে আছে ৭ হাজারটি৷ মূলত আফ্রিকার সাভানা তৃণভূমিতেই তাদের বাস৷ অন্যদিকে ভারতে ব্যাঘ্র প্রকল্প আছে মোট ৫২ টি৷ ১৮ রাজ্যে প্রায় ৭৫ হাজাক বর্গকিমি এলাকা জুড়ে এই অভয়ারণ্যগুলিতে বাস বিশ্বের বন্য বাঘের প্রায় ৭৫ শতাংশের৷

বাংলা খবর/ খবর/দেশ/
Cheetahs were released : জন্মদিনে কুনো জাতীয় উদ্যানে নামিবিয়া থেকে আসা চিতাদের উন্মুক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল