জম্মুতে সম্প্রতি জঙ্গিদের নাশকতার ছক বানচাল করে নিরাপত্তারক্ষীরা ৷ নাগরোটার বান টোপ প্লাজায় লুকিয়ে ছিল চার সন্ত্রাসবাদী ৷ আগে থেকেই খবর থাকায় বৃহস্পতিবার ভোর রাতে জঙ্গিদের তল্লাশিতে শুরু হয়েছিল নাকা চেকিং। সেই সময়ই আচমকা নিরাপত্তা বাহিনীর উপরে গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা। তারা দ্রুত পালিয়ে সামনের জঙ্গলে ঢুকে পড়ে। এরপরই শুরু হয় গুলির লড়াই।
advertisement
জানা গিয়েছে, জঙ্গিরা বাসে করে জম্মু থেকে কাশ্মীরের দিকে যাচ্ছিল। এর পর থেকে ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক আপাতত বন্ধ রাখা হয়েছে। শুরু হয়েছে তল্লাশি। জঙ্গিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় চার জঙ্গি ৷ সংঘর্ষে এক জওয়ান আহত হন ৷ হাইওয়ের টোল প্লাজায় এই গুলির লড়াইয়ের পর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে ৷
নিরাপত্তারক্ষীদের তৎপরতাতেই রোখা গিয়েছে এই নাশকতা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তিনি ট্যুইটে লেখেন, ‘ভারতীয় জওয়ানদের -বাহাদুরি ও সাহসিকতায় কড়া জবাব পেল পাকিস্তান ৷ পেশাদারিত্বের প্রমাণ দিয়েছেন জওয়ানরা ৷ তাদের সতর্কতা ও তৎপরতাতেই এই সাফল্য ৷ জম্মু-কাশ্মীরের গণতন্ত্রের মর্যাদা রক্ষার সঙ্গে সঙ্গে মারাত্মক চার জঙ্গির থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকই প্রমাণ যে ফের আমাদের দেশে কত বড় নাশকতার ষড়যন্ত্র করে ছিল তারা ৷ বিপুল ক্ষয়ক্ষতি ও প্রাণহানিই ছিল তাদের উদ্দেশ্য ৷’
নাগরোটা এনকাউন্টার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, NSA, বিদেশ সচিব এবং ইন্টেলিজেন্স ব্যুরোর শীর্ষ আধিকারিকদের সঙ্গে শুক্রবার বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ২৬/১১-র মু্ম্বই হামলার ১২ বছর হতে আর কদিন বাকি ৷ তার আগেই নাশকতার সম্ভাবনার খবর পেয়ে গোটা দেশেই পুলিশ-প্রশাসনকে সতর্ক করা হয়েছে ৷ মোতায়েন কড়া নিরাপত্তা ৷ ৩৭০ প্রত্যাহারের পর প্রথম বার ভোট উপত্যকায়। এক মাসের এই ভোট প্রক্রিয়া কোনও রকম গোলমাল ছাড়া শেষ করাটাই এখন কেন্দ্রের কাছে বড় চ্যালেঞ্জ।যে অশান্তি সহ্য করা হবে না- শুক্রবারের তৎপরতায় বুঝিযে দিয়েছে নয়াদিল্লি।