ইতিমধ্যেই বাংলা থেকে কম করে ৮ থেকে ৯ জন সাংসদ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন৷ শুধু লোকসভা কেন্দ্র ধরে আলোচনা নয়, রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও সাংসদদের থেকে আলাদা করে শুনছেন প্রধানমন্ত্রী৷ News18-কে বিজেপি সাংসদরা জানিয়েছেন, তাঁরা তাঁদের লোকসভা কেন্দ্রের সব ইস্যু মোদির কাছে তুলে ধরেছেন৷ ২০২১ বিধানসভা নির্বাচনে এ রাজ্যে ভোট কৌশলের দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
advertisement
কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যে কী রকম সাড়া, কতজনের কাছে প্রকল্পের লাভ পৌঁছচ্ছে, তা নিয়েও সাংসদদের থেকে খোঁজ খবর নেন মোদি৷ কেন্দ্রীয় প্রকল্প নিয়ে সাংসদদের থেকে ফিডব্যাক-ও চেয়েছেন তিনি৷ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ দেখা করেছেন মোদির সঙ্গে৷ তাঁর কথায়, 'আমরা ভাগ্যবান যে, আমাদের দলের শীর্ষ নেতৃত্ব আমাদের গাইড করছেন৷ রাজ্যে কী চলছে, সে বিষয়ে তাঁদের কান খোলা রয়েছে৷'
আরেক বিজেপি সাংসদ খগেন মুর্মুর কথায়, 'দলের সংগঠনকে আরও মজবুত করতে বললেন মোদি৷ লক্ষ্য খুব পরিষ্কার৷ বাংলায় চাই পরিবর্তন৷'
দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বললেন, 'দেশের উপকারের জন্য বাংলা জয় করতেই হবে৷' ২৯৪ আসনের রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসের আসন ২১০৷ কংগ্রেসের ৪২, বামেদের ২৮ ও বিজেপি-র ১৪টি আসন৷