রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভার আগে আরও একটি প্রো-পুওর পদক্ষেপ করে বাজিমাত করতে চাইছেন প্রধানমন্ত্রী৷ এই সংরক্ষণের জন্য কেন্দ্রীয় সরকার শিক্ষার অধিকার আইন সম্প্রসারণ করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত করছে৷ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সূত্রের খবর, শিক্ষার অধিকার আইনে বিনামূল্যে পড়াশোনা-র ২০০৯ সালের আইনটি মন্ত্রিসভা খতিয়ে দেখছে৷ তারপরেই সিদ্ধান্ত জানাবে৷
বর্তমানে কেন্দ্রের শিক্ষার অধিকার আইনে আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের ৬ বছর থেকে ১৪ বছরের ছাত্র-ছাত্রীদের প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পড়ানোর নিয়ম রয়েছে৷ লোকসভা ভোটের আগে উচ্চবর্ণের মন জয় করতে মোদি সরকার মরিয়া৷ শিক্ষার অধিকার আইনের সম্প্রসারণের প্রস্তাবটি অনেক দিন ধরেই ঠান্ডা ঘরে পড়েছিল৷ ২০১২ সালে ইউপিএ সরকারের আমলেই এই প্রস্তাব গৃহীত হয়৷
advertisement
তাত্পর্যপূর্ণ ভাবে গত বছর মার্চে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী সত্য পাল সংসদে জানিয়েছিলেন, শিক্ষার অধিকার আইনের সম্প্রসারণের কোনও প্রস্তাব নেই৷ এই আইনের সম্প্রসারণ চেয়ে দিল্লি হাইকোর্টে একটি পিটিশন ফাইল করা হয়৷