সিঙ্গুরে কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর সেটি গুজরাতে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও মোদি কীভাবে সাহায্য করেছিলেন সে বিষয়েও এদিন আলোচনা করেন ৷ মাত্র তিনদিনের মধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী কারখানার তৈরির জায়গা দিয়েছিলেন ৷
আগামী ১০ বছরে দেশে আসতে চলেছে বড়সড় বদল বলে মনে করেন তিনি ৷ রতন টাটা আরও বলেন যে সংস্থা এই মুহূর্তে অত্যন্ত যোগ্য হাতে রয়েছে ৷ ব্যবসায়ে ওঠানামা লেগেই থাকে ৷ টাটা গ্রুপ লোকসানে চলছে এমন অনেক সংস্থাকে কিনে ফেলেছে এবং আগামী দিনেও তাই করবে ৷ আগামী ১০ বছর এই সংস্থা আরও বড় কিছু করে দেখানোর ক্ষমতা রাখে ৷ আগামী দিনে আরও নতুন ব্যবসা, নতুন সংস্থা খোলার পরিকল্পনা রয়েছে ৷ তবে কোনও কিছুর সঙ্গে আপোষ করে নয় ৷
advertisement
টাটা ১৫০ বছর পূর্ণ করেছে ৷ রতন টাটা জানান, ‘আমাদের সংস্থা একটি নীতি মেনে চলে ৷ আর তার জন্যেই এই জায়গায় পৌঁছতে পেরেছে ৷ এত বড় সংস্থা এতদিন সময় ধরে চলে আসলে সাধারণত তা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ৷ কিন্তু টাটা গ্রুপ এখনও তা অতিক্রম করতে পেরেছে এবং ভবিষ্যতেও আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সব রকমের প্রচেষ্টা করে চলব ৷ আগামী ৩০ থেকে ৫০ বছরের মধ্যে সংস্থার বদল আসতে চলেছে ৷ গ্রুপের বেশিরভাগ আয় পরোপকারে ব্যবহার করা হয়ে থাকে ৷
টাটা আরও জানান, ‘নরেন্দ্র মোদি নতুন ভারত গড়ার প্রচেষ্টা করছেন ৷ দেশের উন্নয়নের জন্য একের পর এক নজিরবিহীন উদ্যোগ নিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী ৷ তাকে সফল করার জন্য আমাদের তাকে সবরকমের সাহায্য করা উচিৎ ৷’ তিনি আরও জানান যে মোদির নেতৃত্বের উপর তার পুরোপুরি আস্থা রয়েছে ৷
এদিনের সাক্ষাৎকারে টাটা গ্রুপ, দেশের অর্থনীতি থেকে রাজনীতি সব কিছু নিয়েই নেটওয়ার্ক ১৮-এর সঙ্গে খোলাখুলি আলোচনা করেছেন রতন টাটা ৷
'Modi delivered on his promise of giving us land for Nano project within 3 days,' says @RNTata2000 to @suhelseth #Excl #RatanTataToCNBCTV18 pic.twitter.com/aJBzSI7Bgp
— CNBC-TV18 News (@CNBCTV18News) September 20, 2017