মোদি বললেন, ‘‘আমি হরিয়ানা থেকেই ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রচার শুরু করেছি। ‘সেলফি উইথ ডটার’ ক্যাম্পেইন আমাকে ব্যপক প্রভাবিত করেছে। এবং আমার পর্বে এটি উল্লেখ করেছি। খুব কম সময়ের মধ্যে এই ‘সেলফি উইথ ডটার’ ক্যাম্পেইন বিশ্বব্যাপী হয়ে ওঠে। এই প্রচারের উদ্দেশ্য ছিল সকলের জীবনে কন্যার গুরুত্ব বোঝানো। ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ অভিযান হরিয়ানায় লিঙ্গ অনুপাতে উন্নতি এনেছে।’’
advertisement
মোদির মতে, কন্যা ভ্রূণহত্যার মতো অন্যায় সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রায় আট বছর আগে হরিয়ানার একটি ছোট গ্রামে ‘সেলফি উইথ ডটার’ প্রচারের অভিযান শুরু করা হয়েছিল। এখন তা দেশব্যাপী সচেতনতা বৃদ্ধি প্রোগ্রামে পরিণত হয়েছে। এই সচেতনতা প্রচার এখন সফল। মানুষের কাছে পৌঁছতে পেরেছে।
আরও পড়ুন; প্রধানমন্ত্রীর Mann Ki Baat শুধুই 'রেডিও অনুষ্ঠান' নয়! ট্যুইটে 'মন কি বাত' নিয়ে মন খুললেন অমিত শাহ!
২০১৪ সালের ৩ অক্টোবর থেকে শুরু হয়েছিল মোদির ‘মন কি বাত’। প্রত্যেকটি মাসের শেষ রবিবার করে এই অনুষ্ঠান সম্প্রচারিত হত।