TRENDING:

PM Narendra Modi: পঞ্জাবে জয়ের জন্য আম আদমি পার্টিকে অভিনন্দন মোদির! শুভেচ্ছা বিজেপি সমর্থকদেরও

Last Updated:

Assembly Election Results 2022: নরেন্দ্র মোদি এদিন শুভেচ্ছা জানিয়ে ট্যুইটে লিখেছেন, “আমি পঞ্জাবের কল্যাণে কেন্দ্র থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিচ্ছি।”

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পাঁচটি রাজ্যে ভোটগণনা (Assembly Election Results 2022) সাঙ্গ হয়েছে। ফের একবার দেশে গেরুয়া দাপট! পঞ্জাব বাদ দিয়ে চারটি রাজ্যেই বিজেপির নির্বাচনী ফলাফল তুখোড়। এরই মাঝে  পঞ্জাব নির্বাচনে জয়ের জন্য AAP-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। কংগ্রেসের হাত থেকে পঞ্জাবকে ছিনিয়ে নিয়েছে কেজরিওয়ালের Aam Aadmi Party। তাবড় হেবিওয়েট নেতাদের হারিয়ে ৯২ টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা (Punjab Assembly Election Results 2022) লাভ করেছে আপ। নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এদিন শুভেচ্ছা জানিয়ে ট্যুইটে লিখেছেন, “আমি পঞ্জাবের কল্যাণে কেন্দ্র থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিচ্ছি।”
File Photo
File Photo
advertisement

আরও পড়ুন- কেন বুলডোজারে চেপে যোগী আদিত্যনাথের জয় উদযাপন করছেন বিজেপি সমর্থকরা?

advertisement

পঞ্জাব নির্বাচনে হেভিওয়েট প্রার্থী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি (Charanjit Singh Channi) পরাজিত হয়েছেন। যে দু’টি আসনে চরণজিৎ সিং চন্নি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন- চমকৌর সাহেব এবং ভাদৌর, দু’টিতেই হেরেছেন তিনি। অন্যদিকে, উত্তরপ্রদেশে ২৫৪ টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM Adityanath) ফের মসনদে বসতে প্রস্তুত। অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সমাজবাদী পার্টি (Samajwadi Party) উঠে এসেছে প্রধান বিরোধী দল হিসেবে। বিজেপি উত্তরাখণ্ডে কংগ্রেসকে বিশাল ব্যবধানে পরাজিত করলেও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হেরে গিয়েছেন কংগ্রেসের কাছে। কংগ্রেসের ভুবন চন্দ্র কাপ্রি ৪৪,৪৭৯ টি ভোট পেয়ে খাটিমা বিধানসভা আসনে (Khatima assembly seat) জয়ী হয়েছেন। মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি (Pushkar Singh Dhami) পেয়েছেন ৩৭,২৫৪ টি ভোট।

advertisement

আরও পড়ুন- "পরিশ্রমকে ভোটে রূপান্তরিত করতে পারিনি," কংগ্রেসের ভরাডুবিতে আক্ষেপ প্রিয়াঙ্কার

শুধু বিরোধী আপকে নয়, যে পাঁচটি রাজ্যে ভোট হয়েছে সেখানকার দলীয় কর্মীদেরও শুভেচ্ছা জানিয়েছেন মোদি (PM Narendra Modi)। পৃথক একটি ট্যুইটে মোদি লিখেছেন, “যে পাঁচটি রাজ্যে ভোট হয়েছে সেখানে আমাদের দলীয় কর্মীরা জনগণের মধ্যে অক্লান্ত পরিশ্রম করেছে। তারা আমাদের সুশাসনের কর্মসূচি সম্পর্কে কথা বলেছেন এবং আমাদের জনস্বার্থের প্রচেষ্টার কথা তুলে ধরেছেন। আমি প্রতিটি দলীয় কর্মকর্তাকে তাঁদের ব্যতিক্রমী প্রচেষ্টার জন্য অভিনন্দন জানাই।”

advertisement

advertisement

বিরোধী এবং দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরের মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। একটি ট্যুইট বার্তায় তিনি বলেন, “উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরের মানুষ আমাদের ভালোবাসা ও স্নেহে ভরিয়ে দিয়েছেন। এই রাজ্যের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। আমাদের দল এই আশীর্বাদকে মাথায় রাখবে এবং এই রাজ্যগুলির উন্নয়নের জন্য কাজ করে যাবে।”

বাংলা খবর/ খবর/দেশ/
PM Narendra Modi: পঞ্জাবে জয়ের জন্য আম আদমি পার্টিকে অভিনন্দন মোদির! শুভেচ্ছা বিজেপি সমর্থকদেরও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল