TRENDING:

PM Modi's mother Heeraben dies: কেমন ছিলেন হীরাবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্লগেই ধরা পড়েছিল সেই আশ্চর্য কাহিনি

Last Updated:

আমরা আজ, আর একবার ফিরে দেখি সেই লেখার দিকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ: মায়ের ১০০তম জন্মদিনে একটি আবেগভরা ব্লগ লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজ এই দিনে, এক বার ফিরে দেখা যাক সেই ব্লগের দিকে৷ আবেগ মথিত নানা দিকের কথা সেই ব্লগে লিখেছিলেন মোদি৷ আসুন আমরা আজ, আর একবার ফিরে দেখি সেই লেখার দিকে৷
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

মোদি লিখছেন, ‘‘আমি আজ ভীষণ খুশি ও ভাগ্যবান বলেই এই খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারছি যে আমার মা শ্রীমতি হিরাবেন মোদি আজ জন্মলগ্নের শতবর্ষে এসে উপস্থিত৷ এ বছর তাঁর জন্মশতবর্ষ৷’’

যুদ্ধজয়ের প্রতীক তিনি

শৈশবে মা-কে অনেক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে দেখেছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেছিলেন, ‘‘মা আমার সাধারণ, কিন্তু একই সঙ্গে অনন্য৷ যেমন সব মায়েরাই হন৷’’ অল্প বয়সে মা-কে হারিয়েছিলেন হীরাবেন৷ প্রধানমন্ত্রী বলছেন, ‘‘মায়ের তো দিদিমার মুখটাও মনেও পড়ত না, মনে পড়ত না দিদিমার কোলে তিনি কতটা স্নেহচ্ছায়া পেয়েছেন৷ মায়ের অনুপস্থিতিতেই তাঁর শৈশব কেটেছে বলা চলে৷’’

advertisement

ভাই ও মায়ের সঙ্গে পারিবারিক জীবন তাঁর কাটত ভাডনগরের একটি ছোট্ট মাটির বাড়িতে৷ মোদি জানিয়েছেন, তাঁর মা কেবল মাত্র দৈনিক গৃহকর্মের কাজ করতেন, এমনটা নয়, বাড়ির উপার্জনের দিকেও নজর রাখতে হত তাঁকে৷ কয়েকটি বাড়িতে বাসন ধোয়ার কাজ করতেন মা, উপার্জনের জন্য চরকাও কেটে সুতো তৈরি করতেন তিনি৷ মোদি স্মৃতিচারণায় বলেছেন, ‘‘বৃষ্টির সময় বাড়ির ছাদ ফুটো হয়ে জল পড়ত৷ জল জমে যেত কাঁচা বাড়িতে৷ মা তখন বাড়ির বাসনপত্র সেই ছাদ চোঁয়ানো জল ধরতে বসিয়ে দিতেন এখানে-ওখানে৷ কঠিন পরিস্থিতিতেও যুদ্ধজয়ের মানসিকতা ছিল তাঁর৷’’

advertisement

সাফাইকর্মীদের প্রতি ছিল তাঁরা গভীর সন্মান

মোদি বলেছেন, কয়েকটি বিষয়ে মায়ের ছিল বিশেষ ভাবনা৷ তিনি সেই ভাবনা থেকে নড়তেন না৷ তার উদাহরণ একাধিকবার প্রধানমন্ত্রীও উল্লেখ করেছেন৷ পরিচ্ছন্নতার বিষয়ে সদা সতর্ক থাকতেন হীরাবেন৷ সাফাইকর্মীদের প্রতি হীরাবেনের ছিল গভীর সন্মান৷ মোদি স্মৃতিচারণ করে বলছেন, ‘‘যাঁরা বাড়ির পাশের ময়লা নর্দমা পরিস্কার করতে আসতেন, তাঁদের কখনও চা না খাইয়ে ছাড়েননি মা৷’’

advertisement

অন্যের আনন্দে খুশি হওয়া

অন্যের আনন্দে খুশি হওয়া ছিল হীরাবেনের স্বভাব৷ দিলদরিয়া মানুষ ছিলেন তিনি৷ ব্লগে একাধিকবার সে কথা বলেছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেছেন, ‘‘পাশের গ্রামে আমার বাবার এক বন্ধু থাকতেন৷ সেই বন্ধুর অকাল মৃত্যুর পর বন্ধুর ছেলেকে বাড়িতে নিয়ে এসেছিলেন বাবা৷ আব্বাস ছিল তাঁর নাম৷ সেই আব্বাস আমাদের বাড়িতে ছিলেন, পড়াশোনা শেষ করেছিলেন৷ আব্বাস ছিলেন মায়ের স্নেহভাজন, আমাদের সবাইকে যে ভাবে স্নেহ করতেন মা, সে ভাবেই আব্বাসকেও স্নেহ করতেন তিনি৷’’

advertisement

মায়ের থেকে কী কী শিখেছিলেন তিনি

মায়ের থেকে কী শিখেছিলেন তিনি, উত্তরে মোদি বলেছিলেন, মায়ের থেকে শিখেছিলেন প্রথাগত শিক্ষা না পেয়েও আদর্শবান, শিক্ষিত হওয়া যায়৷ এক বার জীবনের শিক্ষকদের সন্মান জানাতে চেয়েছেন মোদি, সেই তালিকায় ছিলেন তাঁর জীবনের সবচেয়ে বড় শিক্ষক, মা-ও৷ সেই মুহূর্তে হীরাবেন বলেছিলেন, ‘‘আমি খুব সাধারণ মানুষ, আমি তোমার জন্মদাত্রী ঠিকই, কিন্তু তোমায় প্রকৃত মানুষ করে তুলেছেন সর্বশক্তিমান ঈশ্বর৷’’

একজন কর্তব্যপরায়ণ নাগরিক

দেশের একজন কর্তব্যপরায়ণ নাগরিক হীরাবেন৷ যবে থেকে ভারতের নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে, তবে থেকে তিনি প্রতিটি ভোটে ভোট দিয়েছেন৷

খুব সাধারণ জীবনযাপন

খুবই সাধারণ জীবন যাপন করতেন হীরাবেন৷ মোদি লিখেছেন, ‘‘আমি কোনদিন দেখিনি আমার মা সোনায় গয়না পরেছেন৷ তাঁর কোনওদিনই গয়নার দিকে নজর ছিল না৷ একটি ছোট ঘরে তিনি আজীবন এক সরল, সাধারণ জীবন যাপন করেছেন৷’’

ছিলেন সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ওয়াকিবহাল

সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সমবসময় ওয়কাবিহাল থাকতেন প্রধানমন্ত্রীর মা৷ নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘‘আমি এই কয়েকদিন আগে জিজ্ঞাসা করেছিলাম মা-কে, দিনে কতক্ষণ তিনি টিভি দেখেন৷ তিনি বলেছিলেন, টিভিতে বেশিরভাগ মানুষ নিজেদের মধ্যে ঝগড়াতে ব্যস্ত থাকেন, তিনি শুধু দেখেন যাঁরা শান্ত হয়ে টিভিতে খবর পড়েন৷ আমি অবাক হয়েছিলাম শুনে যে মা সব খবর রাখেন৷’’

এই বয়সেও তাঁর স্মৃতি তুখোড়

বয়স বাড়লেও স্মৃতি ঝাপসা হয়নি হীরাবেনের, সে কথা একটি উদাহরণ তুলে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ২০১৭ সালে কাশী থেকে সরাসরি তিনি গিয়ে দেখা করেছিলেন মায়ের সঙ্গে, সেই স্মৃতি নিয়ে তিনি বলেছিলেন, ‘‘মা জিজ্ঞাসা করেছিলেন আমি কাশি-বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়েছিলাম কি না৷ মা পুরো নামটাও ব্যবহার করেছিলেন, কাশি বিশ্বপনাথ মহাদেব৷ তিনি সেই সময় কথায় কথায় জিজ্ঞাসা করেছিলেন মন্দিরে যাওয়ার রাস্তা একই রকম আছে কি না৷ একটি বাড়ির ভিতরে একটি মন্দির ছিল, সেটিও একইরকম আছে কি না জিজ্ঞাসা করেছিলেন৷’’

অন্যের পছন্দকে গুরুত্ব দেওয়া

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, তাঁর মা শুধুমাত্র অন্যের পছন্দকে গুরুত্ব দিতেন তাই নয়, নিজের পছন্দ অন্যের উপর চাপিয়ে দেওয়ারও বিরোধী ছিলেন৷ প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘‘আমার সিদ্ধান্তকে তিনি সবসময় গুরুত্ব দিতেন৷ কোনও সময়ে তার বিরোধিতা তিনি করেননি, আমাকে উৎসাহ দিয়েছেন৷ আমার ভিতরে যে অন্যরকমের এক ভাবনা ছোটবেলা থেকেই চলছে, তা মা বুঝতে পেরেছিলেন৷’’ মোদির বাড়ি ছেড়ে সমাজ সংস্কারে নিজেকে উৎসর্গকরার সিদ্ধান্তের সময়েও মা ছিলেন তাঁর পাশে৷ বলেছিলেন, ‘‘তোমার মন যা বলে, তাই করো৷’’

গরিব কল্যাণে মনযোগ

গরিব কল্যাণে মনযোগ দিতে সবসময় তাঁর মা উৎসাহ দিতেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী পদে বসার পরের একটি ঘটনা এক্ষেত্রে তুলে এনেছেন প্রধানমন্ত্রী৷ সে বার গুজরাতে পৌঁছে সরাসরি মায়ের কাছে গিয়েছিলেন তিনি৷ মা বলেছিলেন, ‘‘আমি তোমার সরকারি কাজ বুঝি না, কিন্তু একটা কথা বলি, কখনও ঘুষ নিও না৷’’ নরেন্দ্র মোদিকে তিনি সব সময় বলতেন, তাঁকে নিয়ে চিন্তা না করতে, বরং সরকারি কাজে মন দিতে৷

জীবনের মন্ত্র -কঠিন পরিশ্রম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তাঁরা অভিভাবকদের জীবনের অন্যতম মন্ত্র ছিল আত্মসন্মান৷ দারিদ্র্য ও অন্য সমস্ত বাধার সঙ্গে লড়েও তাঁর অভিভাবকরা কখনও সত্যবাদের পথ থেকে সরে আসেননি বা কখনও আত্মসন্মান বিসর্জন দেননি৷ জীবনের সমস্ত বাধা অতিক্রমের জন্য তাঁদের মূল মন্ত্র ছিল কঠিন পরিশ্রম৷

মাতৃশক্তির আইকন

মোদি আরও বলেছেন, ‘‘দেশের মাতৃশক্তির অন্দরে আমার মায়ের মহান সংযোগ আমাকে অবাক করে৷ আমি যখন আমার মায়ের দিকে তাকাই বা এমনই কোটি কোটি মায়ের দিকে তাকাই, তখন আমার মনে হয়, ভারতীয় মহিলাদের পক্ষে কোনও উচ্চতায় পৌঁছানো অসম্ভব নয়৷’’ তারপরেই মোদি কয়েকটি শব্দে বিষয়টি বর্ণনা করেছেন৷

‘‘সমস্ত অন্যায়-অত্যাচারের কাহিনিকে দূরে ফেলে,

মায়ের এক উজ্জ্বল কাহিনি সামনে আছে,

প্রতিটি লড়াইকে অনেকটা দূরে ফেলে

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আছে মায়ের এক উজ্জ্বল উপস্থিতির বার্তা৷’’

বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi's mother Heeraben dies: কেমন ছিলেন হীরাবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্লগেই ধরা পড়েছিল সেই আশ্চর্য কাহিনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল